ঢালিউডের জনপ্রিয় নায়ক শরিফুল রাজ। গেল ঈদেও তার তিনটি সিনেমা মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। এই অভিনেতার শুরুটা হয়েছিলো র্যাম্প মডেলিং দিয়ে। এরপর ‘আইসক্রিম’ সিনেমায় অভিনয় করে প্রথম তিনি আলোচনায় আসেন। তারপর একে একে ‘ন ডরাই’, ‘পরাণ’ ও ‘হাওয়া’ সিনেমায় দুর্দান্ত অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নেয়ার পাশাপাশি রাতারাতি যেন তারকা বনে যান এই ঢালিউড হিরো।
সম্প্রতি একটি গণমাধ্যমে নিজের সিনেমা, অভিনয়, ক্যারিয়ার প্রসঙ্গে কথা বলেছেন এই তারকা। যেখানে রাজের কাছে প্রশ্ন রাখা হয়, কখনও ভেবেছেন একসঙ্গে তিন সিনেমায় তিন চরিত্রে কাজ করবেন?
জবাবে রাজ বলেন, একদমই ছিল না। আমার যা হয়েছে, সেটা হচ্ছে খুবই দুর্ঘটনাবশত। যেমন মহামারির পর আমি ভাবিনি, আবার সিনেমা করব। ভেবেছি, সিনেমার ক্যারিয়ার গেল। আবার কখনও উঠে দাঁড়াবে কি না চলচ্চিত্র ইন্ডাস্ট্রি? তবে মহামারির পর আমার সিনেমাগুলো ভালো ছিল।
এরপর রাজ বলেন, ‘পরাণ’ সিনেমা ভালো গেল, ‘হাওয়া’ ভালো গেল, ‘দামাল’ মানুষ দেখল। সবকিছু মিলিয়ে আমার প্রাণচাঞ্চল্যও ফেরত এল। ভাবলাম, সিনেমা তো চলছে। আমি আরও যুক্ত হই। আমার প্ল্যান থেকে হোক বা আরেকজনের পরিকল্পনা থেকে হোক, কাজগুলো যে এসে জমবে, সেটা আমি জানতাম না। যেহেতু আসছে, সবগুলো সিনেমারই পুরো প্রচারে আমি ছিলাম। শুরুটা হয় ‘কাজলরেখা’ দিয়ে। এখন মানুষ সিনেমা হলে এসে সিনেমা দেখছে, এটা আমার জন্য অনেক গর্বের ব্যাপার।
ব্যক্তিজীবনে বিভিন্ন সময়ে নানা বিতর্ক তাকে খবরের শিরোনামে তুলে আনলেও ভবিষ্যতে কাজে আরও মনোযোগী হতে চান এই তারকা। কাজ করতে চান আরও বেশি বেশি সিনেমায় ও ওটিটি প্লার্টফর্মে।
