মায়ের আপত্তিতে হচ্ছে না সালমানের বায়োপিক

আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ১২:২০ পিএম

ঢালিউডের প্রয়াত অভিনেতা সালমান শাহকে নিয়ে বায়োপিক নির্মাণে কাজ শুরু করেছিলেন পরিচালক ছটকু আহমেদ। নায়কের কর্ম ও ব্যক্তিজীবনের নানা ঘটনা তুলে ধরতে তার জীবনী নিয়ে সিনেমা তৈরি করতে চলেছেন তিনি। কিন্তু সেটি ‘আটকে গেছে’ অভিনেতার মা নীলা চৌধুরীর হস্তক্ষেপে।

ছটকু জানিয়েছেন, লন্ডন থেকে টেলিফোনে সালমানের মা ‘স্বপ্নের রাজকুমার’ নামের সিনমাটি বানাতে নিষেধ করেছেন। তিনি জানান, ‘স্বপ্নের রাজকুমার’ নামের বায়োপিকের চিত্রনাট্যের কাজ শেষ করে তারপর একটা টিম বানিয়ে দেশের বিভিন্ন জেলা থেকে নতুন নায়ক নায়িকা বাছাই করার সিদ্ধান্ত হচ্ছিল। এর মধ্যে নীলা চৌধুরী কাজে হাত দিতে নিষেধ করেন।

নীলা চৌধুরীর আপত্তির কারণ কী জানতে চাইলে ছটকু বলেন, সালমানকে নিয়ে কোনো ধরনের সিনেমা বা নাটক বা যে কোনো ধরনের কাজ নির্মাণ থেকে বিরত থাকার জন্য অনেক আগেই তিনি উকিল নোটিশ দিয়ে রেখেছেন। এখন নীলা চৌধুরীর আপত্তিতে সিনেমাটির কাজ স্থগিত করলাম। তবে তার আপত্তি ঠিক কোন জায়গায়, কোন কারণে উনি কাজটা চাইছেন না, সেটা উনি আমাকে বলেননি।

এ বিষয়ে নীলা চৌধুরীর বলেন, ২৮ বছর আগে যে মানুষটি চলে গেছে, তাকে নিয়ে সিনেমা, নাটক, গান এসব করা কাম্য নয়। আমি পারিবারিকভাবে আগেই এসবের বিরোধিতা করেছি। উকিল নোটিশ দিয়েছি। এগুলা করা যাবে না।

স্বল্প সময়ে কাজের মধ্য দিয়ে খ্যাতি অর্জন করা নায়ক সালমান শাহ ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের দারিয়াপাড়ায় নানাবাড়িতে জন্ম গ্রহণ করেন। নব্বইয়ের শুরুতে সালমান শাহ মাত্র চার বছর কাজ করে বাংলা চলচ্চিত্রে নিজেকে করেছেন অমর। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যু হয় এই নায়কের।

SN/FI