দেশজুড়ে বাড়ছে ধর্ষণের প্রবণতা। ফলে বিভিন্ন বয়সী নারীরা ধর্ষণের শিকার হচ্ছেন। এতে নারীর নিরাপত্তা নিয়ে শঙ্কিত সবাই। আনেক শোবিজ তারকারাও কথা বলছেন বিষয়টি নিয়ে। তাদেরএকজন জনপ্রিয় চিত্রনায়ক রুবেল। তিনি মনে করেন ধর্ষণ থেকে রক্ষা পেতে নারীর কারাতে শিক্ষা জরুরী।
সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে কথোপকথনের সময় রুবেল বলেন, আমি সবসময় বলে এসেছি কারাতে মেয়েদের জন্য খবুই দরকার। নারীদের জন্য মার্শাল আর্ট অপরিহার্য। এর কোনো বিকল্প নেই। বহু বছর আগে ময়মনসিংহে রূপাকে যখন ড্রাইভারেরা ধর্ষণ করেছিল তখনই বলেছিলাম আমাদের কারাতে শেখা উচিত।
শিক্ষা প্রতিষ্ঠানে কারাতে শিক্ষা দেওয়া উচিত উল্লেখ করে এ নায়ক বলেন, স্কুল-কলেজে কারাতে শিক্ষায় শিক্ষিত হওয়া উচিত। আমি মনে করি ছেলেদের আগে নারীদের এই শিক্ষায় শিক্ষিত হওয়ায় বেশি জরুরি। একজন নারি যখন বাইরে যায় তখন আত্মরক্ষার প্রবণতা অনেক কম কাজ করে। সে যখন কারাতে শিক্ষায় শিক্ষিত হবে সে তখন নিজেকে বাঁচানোর পাশাপাশি নিজের পরিবারকেও বাঁচাতে পারবে।
এ সময় বিভিন্ন ধরণের আত্মরক্ষার কৌশলের নাম উল্লেখ করে তিনি বলেন, আমি মনে করি প্রতিটি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় তরুণীদেরর শেখা উচিত। আমরা যদি নারীদের কারাতের শিক্ষাটা দিতে পারি তাহলে ধর্ষণ থেকে ৭০ ভাগ পরিত্রাণ পাব।
রুবেলকে সবশেষ দেখা গেছে ওয়েব কনটেন্ট ‘ব্ল্যাক মানি’তে। এটি নির্মাণ করেছেন রায়হান রাফী। এতে আরও অভিনয় করেছেন পূজা চেরী, সালাহউদ্দিন লাভলু, সুমন আনোয়ার প্রমুখ।
চুম্বন থাকায় হলিউড সিনেমায় অভিনয়ে রাজি হননি ঐশ্বরিয়া
নারীদের নিয়ে অপি করিমের তিন প্রশ্ন