ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

স্ত্রীর পর মেয়েকেও আনফলো করলেন যিশু

আপডেট : ০৪ মে ২০২৫, ০২:০৯ পিএম

এক সময় ‘আদর্শ দম্পতি’ হিসেবে পরিচিত এই তারকা জুটি এখন এক ছাদের নিচে থাকছেন না বলে খবর ছড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় একে-অপরকে আনফলো করে দিয়েছিলেন অনেক আগেই। এবার মেয়ে সারাকেও  ইনস্টাগ্রাম থেকে সরিয়ে দিলেন যিশু।

গত এক বছরে বড় মেয়ে সারা ও ছোট মেয়ে জারাকে নিয়েই নীলাঞ্জনার ছোট্ট সংসার গড়ে উঠেছে। সারা গ্ল্যামার দুনিয়াতে পা রাখলেও নিজেকে মায়ের মতো একজন মডেল হিসেবেই প্রতিষ্ঠিত করতে চান। 

দুই মেয়ের সঙ্গে নীলাঞ্জনার সম্পর্ক আরও সুন্দর হয়েছে। মায়ের কঠিন সময়ে পাশে এসে দাঁড়িয়েছেন তার সদ্য যৌবনে পা রাখা মেয়ে সারা। সব কিছু যে তাদের মধ্যে ঠিক নেই, তা আকার-ইঙ্গিতে বোঝা গেলেও যিশু-নীলাঞ্জনার কেউই সে কথা জানাননি। কোনও বিবৃতিও দেননি। 

কিন্তু  নীলাঞ্জনা ও দুই মেয়ের সঙ্গে যিশুর সম্পর্ক যে আর আগের মতো নেই তা অভিনেতার ইনস্টাগ্রামের পাতায় ঢুঁ মারলেই দেখা যাবে। ইনস্টাগ্রামে মাত্র ৩৪০ জনকে অনুসরণ করেন তিনি। যার মধ্যে শাহরুখ খান থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সবাই আছেন। কিন্তু নেই মেয়ে সারা সেনগুপ্ত এবং নীলাঞ্জনা। 

স্ত্রী নীলাঞ্জনাকে বহু আগে আনফলো করলেও সারা ছিলেন যিশুর ইনস্টাগ্রামে। কিন্তু এবার সারাকেও দূরে সরিয়ে দিলেন অভিনেতা। শুধুমাত্র ছোট মেয়ে জারাই রয়েছে বাবার ইনস্টাগ্রামে। সারাও যিশুকে আনফলো করে দিয়েছেন। 

যিশুর সঙ্গে উমা ছবিতে অভিনয় করেছিলেন সারা। সেটাই পর্দার প্রথমবার যিশু-কন্যার এন্ট্রি ছিল। নীলাঞ্জনাও তার প্রযোজনা সংস্থা চালিয়ে যাচ্ছেন। আর যিশু, সৌরভ দাসের সঙ্গে যৌথভাবে একটি প্রযোজনা সংস্থা খুলেছেন।

 

RK
আরও পড়ুন