ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ভালোবাসার শহরে মেহজাবীন

আপডেট : ১৭ জুন ২০২৫, ০১:৫০ পিএম

ক্যারিয়ারের অন্যতম সেরা সময় কাটাচ্ছেন মেহজাবীন চৌধুরী। গত বছর ‘প্রিয় মালতী’ দিয়ে বড় পর্দায় তার অভিষেকটাও হয়েছে মনে রাখার মতো। সিনেমায় অভিষেক, বিয়ে, এরপর স্বামী আদনান আল রাজীবের কান উৎসবে বিশেষ স্বীকৃতি মিলিয়ে দারুণ সময় যাচ্ছে তার। এদিকে কান উৎসব শেষে প্রেমের শহর ফ্রান্সে গিয়েছিলেন মেহজাবীন। সেখান থেকে গতকাল ফেসবুকে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। মেহজাবীন ভক্তদের জন্য এই প্রতিবেদনে তা তুলে দরা হলো-

ভালোবাসার শহরে তোলা অভিনেত্রীর ছবিগুলো বেশ পছন্দ করছেন তার ভক্ত–অনুরাগীরা। এ পর্যন্ত ছবিগুলোতে প্রতিক্রিয়া এসেছে প্রায় ৬০ হাজার।  ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে নেওয়া

গত ২৩ মে মেরিল–প্রথম আলো পুরস্কারের ২৬তম আসরে ‘প্রিয় মালতী’ সিনেমার জন্য জোড়া পুরস্কার জিতেছেন তিনি। সমালোচক ও তারকা জরিপ দুই বিভাগেই হয়েছেন সেরা অভিনেত্রী।  ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে নেওয়া

মেহজাবীনের স্বামী আদনান আল রাজীবের স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘আলী’ এবার জায়গা করে নিয়েছিলো কান চলচ্চিত্র উৎসবের স্বল্পদৈর্ঘ্য শাখার মূল প্রতিযোগিতা বিভাগে।  ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে নেওয়া

পরে ‘আলী’ কান থেকে পেয়েছে স্পেশাল মেনশন। কান উৎসব শেষ হওয়ার পর ফ্রান্সে উড়ে যান মেহজাবীন।  ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে নেওয়া

‘প্রিয় মালতী’ ছাড়াও মেহজাবীনের আরেক সিনেমা ‘সাবা’ বিদেশের উৎসবে প্রশংসিত হয়েছে। সিনেমাটি চলতি বছরই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে নেওয়া

তবে এবারের ঈদে মেহজাবীনের নতুন কোনো কনটেন্ট মুক্তি পায়নি। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে নেওয়া

RF
আরও পড়ুন