নোবেলের বিয়ে নিয়ে প্রতিবাদ জানালেন পারশা

আপডেট : ২১ জুন ২০২৫, ০৯:৫১ পিএম

গায়ক মাইনুল আহসান নোবেলের কারাগারে বিয়ে নিয়ে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্কের ঝড়। সম্প্রতি ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়ে কারাবন্দি থাকা অবস্থায় আদালতের আদেশে কারাগারেই তিনি বিয়ে করেছেন মামলার বাদী নারী ইসরাত জাহান প্রিয়াকে। 

এই ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ জানিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণি। নিজের ফেসবুক পেজে নোবেলের বিয়ের একটি ফটোকার্ড শেয়ার করে তিনি লিখেছেন- ‘ধর্ষণের শিকার নারীকে তার ধর্ষকের সঙ্গে বিয়ে করতে বাধ্য করা কখনোই ন্যায়বিচার হতে পারে না! এটা আসলে প্রাতিষ্ঠানিক নিষ্ঠুরতার এক নগ্ন উদাহরণ।’

তিনি আরও লেখেন- ‘এ ধরনের রায় প্রমাণ করে, আমাদের বিচারব্যবস্থা কতটা পিতৃতান্ত্রিক ও দুর্নীতিগ্রস্ত। এখানে শাস্তির বদলে রক্ষাকবচ খোঁজা হয়, আর ট্রমাকে ঐতিহ্যের মোড়কে ঢেকে ফেলা হয়।’

পারশা বলেন, এই রায় শুধু একজন নারীকে নয়, বরং সকল ধর্ষণ-নির্যাতনের শিকারদের উদ্দেশ্যে একটি ভয়াবহ বার্তা দেয়। তার মতে- ‘ন্যায়বিচার তখনই সত্যিকার হয়, যখন তা মর্যাদার উপর ভিত্তি করে গড়ে ওঠে-সহিংসতার সঙ্গে আপস করে নয়।’

AA/AHA