ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আমার সিক্স প্যাক মোটামুটি চলে এসেছে : জায়েদ খান

আপডেট : ২৫ জুন ২০২৫, ০৯:৩১ পিএম

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন জায়েদ খান। সেখানে অংশ নিচ্ছেন নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে। এর ফাঁকে নিজের শরীরেরও এনেছেন আমূল পরিবর্তন। 

সাড়ে তিন মাস ধরে যুক্তরাষ্ট্রের এলএ ফিটনেস সেন্টারে নিয়মিতই জিম করছেন। মোটামুটি সিক্স প্যাকের কাছাকাছি চলে এসেছেন বলেও জানালেন জায়েদ খান। তবে জানা গেছে, কোনো সিনেমার জন্য নয়, নিজের ব্যক্তিগত ইচ্ছা থেকেই সিক্স প্যাকে হাজির হচ্ছেন তিনি। 

জায়েদ খান জানালেন, গত সাড়ে তিন মাসে ওয়ার্কআউট ও খাওয়াদাওয়ায় পরিবর্তন আনার ফলে ১৬ কেজি ওজন কমিয়েছেন তিনি।

এরপর বললেন, আসলে আমার সিক্স প্যাক মোটামুটি চলে এসেছে। আর জাস্ট কয়েকটা দিন কন্টিনিউ করলেই শরীরে দাগগুলো স্পষ্ট বোঝা যাবে।

জিম করার পর থেকে তার বয়সটাও কমে গেছে বলে মনে করছেন জায়েদ। তিনি বলেন, গত সাড়ে তিন মাসে দৈনিক আড়াই ঘণ্টা জিম করি, প্রচুর ঘুমাই, রিলাক্স থাকি, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি।

নিজের কাছেই মনে হচ্ছে বয়সটা যেন কমে গেছে। মৃত্যু যে কোনো সময় আসতেই পারে, তারপরেও আমাদের সুস্থ থাকা জরুরি। আগে মাঝেমধ্যে শরীরের বিভিন্ন অঙ্গে ব্যথা অনুভব হতো, টান লাগতো এখন আর কিছুই হয়না। খুবই ফুরফুরে লাগে। জিমে গেলেই অন্যরকম ভালো লাগা কাজ করে।

AA
আরও পড়ুন