বিশ্রামে রয়েছেন অভিনেতা আফরান নিশো। পায়ের পায়ের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় আপাতত কোনো শুটিংয়ে অংশ নিচ্ছেন না। শনিবার (৯ আগস্ট) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে নিজের শারীরিক সমস্যার কথা জানান তিনি।
ঈদে মুক্তি পাওয়া ‘তাণ্ডব’ সিনেমায় ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল আফরান নিশোকে। এরপর নতুন কোনো কাজে তাকে দেখা না গেলেও সম্প্রতি ঘোষণা আসে, রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমায় অভিনয় করবেন তিনি।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে ‘সুড়ঙ্গ ২’ নিয়ে প্রশ্ন করলে তিনি জানান,‘ সুড়ঙ্গ ২’ কবে আসবে সেটা নির্মাতা রাফী (রায়হান) জানে। আমাকেও ফিজিক্যালি ফিট হতে হবে। পুরোপুরি সচল জীবন যাপন করতে হলে আমাকে একটা হাঁটুর অস্ত্রোপচার করাতে হবে।’
এরপর তিনি বলেন, ‘এটা এর আগে কখনো বলা হয়নি। এই প্রথমবার এখানে শেয়ার করলাম। এটা জানলে অনেকেই আমাকে কাজে নেবে না। বলবে, তোমার তো পা ভাঙা।’
এদিকে আগামী সেপ্টেম্বরে ওটিটি প্ল্যাটফরম হইচইতে মুক্তি পাচ্ছে ভিকি জাহেদ পরিচালিত ওয়েব সিরিজ ‘আঁকা’। এতে আফরান নিশোর সঙ্গে অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা।
বুলিংয়ের শিকার অভিনেত্রী, ফাঁস করলেন স্ক্রিনশট
কপিল ও সালমানকে হত্যার হুমকি