ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

রাষ্ট্রীয় সম্মাননা পেলেন কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৯ এএম

বরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন পেলেন রাষ্ট্রীয় সম্মাননা। গত রোববার সন্ধ্যায় জাতীয় নাট্যশালা মিলনায়তন-এ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি-এর ব্যবস্থাপনায় এই সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননা প্রদানকালে সাবিনা ইয়াসমিনকে উত্তরীয় পরিয়ে ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানান পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, তিনি বলেন,‘আজকে যাকে সম্মাননা দিচ্ছি, তিনি আমাদের কিংবদন্তি, সত্যিকারের গৌরব।’

এছাড়াও আয়োজনে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

প্রায় ছয় দশকের পেশাদার সংগীতজীবন কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের। দীর্ঘ সময় অসুস্থতার কারণে গান থেকে দূরে থাকলেও, অনুষ্ঠানে তিনি ফের চিরচেনা রূপে উপস্থিত হয়ে দর্শক দের মন জয় করেন। অনুষ্ঠানটি অন্তর্ভুক্ত ছিল শিল্পীর একক সংগীতানুষ্ঠান, যা গান ও স্মৃতিচারণায় ভরে উঠেছিল এক চমৎকার সন্ধ্যায়।

এরপর প্রদর্শিত হয় সাবিনা ইয়াসমিনের ওপর নির্মিত ডকুমেন্টারি ‘শুধু গান গেয়ে পরিচয়’, যা শিল্পীর জীবনী ও সংগীতজীবনের দিকগুলো তুলে ধরে। অনুষ্ঠানটি প্রমাণ করে, দীর্ঘ সময় পরেও সাবিনা ইয়াসমিনের কণ্ঠ এবং শিল্পী ব্যক্তিত্ব যুগান্তকারী প্রভাব রাখে।

NB/AHA
আরও পড়ুন