ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

অ্যাওয়ার্ড–বাণিজ্যের অভিযোগ তুলে ওমর সানীর ক্ষোভ প্রকাশ

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:০২ পিএম

জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী সম্প্রতি দেশের বিভিন্ন পুরস্কার প্রদান অনুষ্ঠান নিয়ে তার ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেছেন, এসব অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চিত্রনায়করা কখনও ৩০ হাজার, ৫০ হাজার বা এমনকি এক লাখ টাকা পর্যন্ত প্রদান করেন, যা দেশে অ্যাওয়ার্ড-বাণিজ্যের মাত্রা উন্মুক্তভাবে তুলে ধরে।

সোমবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নিজের ফেসবুক পেজে পোস্টে তিনি লিখেছেন, ‘আপনারা কারা এই ধরনের পুরস্কার অনুষ্ঠানে অতিথি হয়ে যান? পুরস্কার নেওয়ার জন্য ৩০ হাজার, ৫০ হাজার, কখনো ১ লাখ টাকা দেন! তাদের লোভের কারণেই এমন অনুষ্ঠান হয়। দেশের জনসংখ্যা বেশি, চিটার-বাটপারও বেশি।’

এটি প্রথমবার নয়, এর আগে বহুবারও অ্যাওয়ার্ড অনুষ্ঠান নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। সম্প্রতি তিনি ফেসবুকে লিখেছিলেন, ‘কিসের ভিত্তিতে পুরস্কার দিচ্ছেন? আর আপনি কিসের ভিত্তিতে পুরস্কার নিচ্ছেন, নিজেকে প্রশ্ন করেছেন?’

ওমর সানী আরও লেখেন, ‘একটা ফাইজলামি শুরু হয়েছে। শুধু শোডাউন। দুই বছর আগে তিনি সামাজিকমাধ্যমে লিখেছিলেন, অ্যাওয়ার্ড-বাণিজ্য চলছে প্রায় ৮০ শতাংশ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। অফার ছিল আমাদের দুজনের, কিন্তু যাইনি। যখন ফিল করব যাওয়া উচিত, তখন দেখা যাবে। আমাদের যাওয়া নিয়ে কিছু যায় আসে না, কিন্তু তারপরও বলব, অ্যাওয়ার্ড-বাণিজ্য চলছে।’

NB/AHA
আরও পড়ুন