ঢাকা
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

পূজার সময় মাকে খুব মিস করি: পূজা চেরী

আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ০৯:৫৩ পিএম

এবারের দুর্গোৎসব ঢাকায় উদযাপন করেছেন অভিনেত্রী পূজা চেরী। ঘুরে বেড়িয়েছেন জাতীয় মন্দির ঢাকেশ্বরীসহ বিভিন্ন মণ্ডপে।

পূজা চেরী বলেন, ‘এবারের উৎসব ঢাকায় কাটলো। আমার পূজার আনন্দ অবশ্য শুরু হয় অষ্টমী থেকেই। এবার পূজার সময় মাকে খুব মিস করেছি। তিনি বেঁচে নেই। মা থাকলে পূজায় অন্য রকম আনন্দ হতো।

পুজা বলেন, ‘আমার গ্রামের বাড়ি খুলনায় হলেও বেড়ে উঠেছি হাজারীবাগে। ধুলোমাখা শৈশবের দিনগুলো ওই মাটিতেই কেটেছে। নানা রকম পোশাক পরে বের হতাম। নানা রকম উপহার পেতাম। উপহার পেয়ে মনটা আনন্দে ভরে যেত। ছোটবেলা তাঁতীবাজার, শাঁখারীবাজারসহ পুরান ঢাকার অনেক মন্দিরে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে বাড়ি ফিরতাম। আত্মীয়-স্বজন বাসায় আসতেন। পথে পথে হরেক রকম মুখরোচক খাবার খেতাম। বাসায় এসে মায়ের হাতের সুস্বাদু খাবার খেয়ে তৃপ্তি পেতাম। সেই সময়গুলো খুব মিস করি।’

এবার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে লাল-সাদা শাড়িতে মণ্ডপের পরিবেশে সবার সঙ্গে আনন্দময় সময় কেটেছে। আমার আনন্দের সময়গুলো সবার সঙ্গে ভাগাভাগি করেছি। মণ্ডপের ছবি সামাজিক মাধ্যমে বন্ধুদের সঙ্গে শেয়ার করেছি।’

এই অভিনেত্রী বলেন, ‘মণ্ডপে গিয়ে একটা অন্য রকম অনুভূতি হয়েছিল। কেউ সেলফি তুলতে এগিয়ে এসেছেন, আবার কেউ দূর থেকে শুধু তাকিয়ে ছিলেন। অনেকের চোখে-মুখে একটা সংশয় ছিল, আমি আসলেই কি পূজা চেরী!’ পুরো বিষয়টি আমার খুব ভালো লেগেছে। 

MH/FJ