দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান আবারও মুগ্ধ করলেন অনুরাগীদের এইবার শুধু অভিনয় দিয়ে না। এক রঙিন সকালে ফুলে-ঘেরা চিত্রকল্প আর কবিতার ছন্দে ধরা দিয়ে।

সোমবার (১৩ অক্টোবর) সকালে নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী, যেখানে তাকে দেখা যায় রঙিন ফুলের বাগানে, এক অপার মায়ায় মোড়ানো শাড়িতে। পরনে রঙিন শাড়ি, কানে ভারী গোল সোনালি দুল, হাতে সবুজ রেশমি চুড়ি সব মিলিয়ে যেন শীতের রোদ্দুরে ফুটে ওঠা এক প্রাণবন্ত সকাল।

সোমবার সকালে নিজের ফেসবুক পেজে ছবিটি পোস্ট করলেন, লিখলেন কবিতার ছন্দে। চার বাক্যে প্রকাশ পেল ভোরের স্নিগ্ধ গান, রোদে মাখা গন্ধে জড়িয়ে এক মায়াবী আহ্বান। জয়া লিখেছেন, ‘হলুদ-তেল মাখা একটি সকাল, ঝর্নার জলে বৃষ্টিপাতের মতন শব্দ, ঝুল বারান্দার সামনের বাগানে কেউ হাসছে, শীতের রোদ্দুরের মতন।’

মাত্র একটি ছবিতেই জয়ার অনুরাগীরা যেন হারিয়ে গেছেন এক কবিতার ভুবনে। পোস্টটি মুহূর্তেই ভাইরাল, মন্তব্যঘরে উঁকি দিলেই বোঝা যায় ভক্তদের আবেগ। কেউ লিখেছেন, ‘দারুণ লাগছে’, কেউ বলছেন, ‘রূপের জাদু ছড়াচ্ছেন’ প্রতিটি বাক্যে যেন ভালোবাসা আর প্রশংসার মেলবন্ধন।

শুধু বাংলাদেশেই নয়, জয়ার জনপ্রিয়তা এখন ওপার বাংলায় সমানভাবে ছড়িয়ে পড়েছে। অভিনয়ের গুণে যেমন তিনি নিজেকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছেন, তেমনি সৌন্দর্য, স্টাইল এবং ব্যক্তিত্বেও তিনি অনন্য। পর্দার বাইরেও জয়া যেন এক জীবন্ত কাব্য যার প্রতিটি ছবি, প্রতিটি শব্দে লুকিয়ে থাকে এক গভীর শিল্পভাবনা।

জয়া আহসান শুধু একজন অভিনেত্রী নন, তিনি এক সংস্কৃতি যিনি নিজের অস্তিত্ব দিয়ে প্রতিদিন একটু করে ছড়িয়ে দেন রূপ, রুচি ও রচনার জাদু। তার আজকের ছবিটি যেন জানিয়ে দিল শীতের শুরুটা ঠিক এমনই হোক, রোদ্দুরের মতো নরম, আর ফুলের মতো প্রাণবন্ত।
