বাংলা চলচ্চিত্রের বরেণ্য নির্মাতা, ‘চাঁদের আলো’সহ বহু জনপ্রিয় সিনেমার পরিচালক শেখ নজরুল ইসলাম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর ধানমণ্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
নির্মাতা গাজী মাহবুব ও ‘চাঁদের আলো’র অভিনেত্রী রুমানা ইসলাম তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। গাজী মাহবুব জানান, ‘বরেণ্য চলচ্চিত্র নির্মাতা শেখ নজরুল ইসলাম আমার ওস্তাদজি। তিনি ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টায় মারা যান। রাতেই মরদেহ নিয়ে নাটোরের উদ্দেশ্যে রওনা দেওয়া হবে। রোববার নাটোরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।’
পারিবারিক সূত্র জানায়, গত ১৬ নভেম্বর দুপুরে মাইল্ড স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। আইসিউতে রেখে তাকে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়। সেই সময় শেষ হয় শনিবার সকাল ১০টায়। পরে রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
১৯৩৫ সালের ৭ নভেম্বর নাটোরের কালিগঞ্জ থানার পিপরুল গ্রামে জন্ম নেওয়া শেখ নজরুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর সম্পন্ন করেন। নির্মাতা জহির রায়হান ও খান আতাউর রহমানের সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্রে তার যাত্রা শুরু। ১৯৭৪ সালে মুক্তি পাওয়া ‘চাবুক’ ছিল তার পরিচালিত প্রথম চলচ্চিত্র।
দীর্ঘ কর্মজীবনে তিনি উপহার দিয়েছেন বহু জনপ্রিয় চলচ্চিত্র- ‘নদের চাঁদ’, ‘এতিম’, ‘নাগিন’, ‘মাসুম’, ‘ঈদ মোবারক’, ‘আশা’, ‘পরিবর্তন’, ‘নতুন পৃথিবী’, ‘দিদার’, ‘সালমা’, ‘বউ শাশুড়ি’, ‘কসম’, ‘বিধাতা’, ‘স্ত্রীর পাওনা’, ‘চাঁদের আলো’, ‘চাঁদের হাসি’, ‘চক্রান্ত’, ‘সিংহ পুরুষ’, ‘সব খতম’সহ অসংখ্য সিনেমা।
পরিচালনার পাশাপাশি তিনি অভিনয়ও করেছেন। ষাটের দশকে ‘সাত ভাই চম্পা’ ছবিতে তার অভিনয় প্রশংসিত হয়। জহির রায়হানের অসমাপ্ত চলচ্চিত্র ‘লেট দেয়ার বি লাইট’-এ তিনি সহকারী পরিচালক হিসেবে কাজ করার পাশাপাশি একটি চরিত্রে অভিনয় করেন।
আমার রূহ ভারতে আর আমি আমেরিকায়