ঢাকা
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

লেস্টার স্কয়ারে শাহরুখ-কাজলের ভাস্কর্য

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:০৯ পিএম

বলিউড চলচ্চিত্র ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ মুক্তি পাওয়ার ৩০ বছর পূর্তি উপলক্ষে এক বিরল সম্মাননা পেল। এই উপলক্ষে লন্ডনের বিখ্যাত লেস্টার স্কোয়ারে স্থাপন করা হয়েছে ছবিটির প্রধান চরিত্র রাজ (শাহরুখ খান) ও সিমরনের (কাজল) প্রতীকী ভঙ্গিমার ব্রোঞ্জের মূর্তি। প্রথম ভারতীয় চলচ্চিত্র হিসেবে এই সম্মান অর্জন করল ছবিটি।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এ মূর্তি উন্মোচন করেন শাহরুখ খান ও কাজল। এ উপলক্ষ্যে সিনেমাটির জনপ্রিয়তম ডায়লগ লিখে ছবি পোস্ট করেছেন কিং খান।

১৯৯৫ সালে মুক্তি পায় আদিত্য চোপড়া পরিচালিত এবং যশ রাজ ফিল্মস প্রযোজিত রোমান্টিক জনপ্রিয় এই ছবি। এক একটি হলে রেকর্ড দিন ধরে চলেছে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’। শুধু ভারতে নয়, দেশের বাইরেও বিভিন্ন জায়গায় এই ছবি চূড়ান্ত জনপ্রিয় প্রায়। সর্বকালের সবচেয়ে সফল হিন্দি ফিল্মগুলোর মধ্যে অন্যতম ছবির মুক্তির ৩০ বছর পূর্তিতে সিনেস ইন দ্য স্কোয়ার ফিল্মের ট্রেইলের অংশ হিসেবে স্থাপন করা হয়েছে এই ছবি। সিনেমাটির প্রথম ভাগ জুড়ে রয়েছে লন্ডন। লেস্টার স্কোয়ারের পূর্বদিকে ওডিয়ন সিনেমার বাইরে বসেছে ব্রোঞ্জের রাজ-সিমরন। এটি সেই জায়গা যেখানে রাজ এবং সিমরানের প্রথম দেখা। ডিডিএলজে-তে দেখানো বিভিন্ন দৃশ্যে রয়েছে লন্ডনের কিংস ক্রস স্টেশন, টাওয়ার ব্রিজ, হাইড পার্ক, হর্সগার্ডস অ্যাভিনিউ।

মূর্তি উন্মোচন উপলক্ষ্যে উপস্থিত ছিলেন স্বয়ং নায়ক-নায়িকা। ছবিতে দেখা যাচ্ছে লন্ডনের অতি চর্চিত বৃষ্টি পড়ছে। আর সেখানে নায়িকার মাথায় ছাতা ধরে আছেন নায়ক-এটা অবশ্য ঘোর বাস্তব। ব্রাঞ্চের মূর্তির সামনে পোজ দিয়েছেন শাহরুখ- কাজল। এরপর নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কিং খান লেখেন,বড়ে বড়ে দেশ মে, এইসি ছোটে ছোটে বাতে হোতি রেহতি হ্যায়, সেনোরিটা!

শাহরুখ আরও লিখেছেন, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গের ৩০ বছর পূর্তি উদযাপনের জন্য লন্ডনের লেস্টার স্কোয়ারে রাজ ও সিমরানের ব্রোঞ্জ মূর্তি উন্মোচন করতে পেরে রোমাঞ্চিত!

চূড়ান্ত আনন্দিত যে ডিডিএলজে প্রথম ভারতীয় ছবি যা স্কয়ার ট্রেইলে দৃশ্যে একটি মূর্তি দিয়ে সম্মানিত হয়েছে.. এটি সম্ভব করার জন্য ইউনাইটেড কিংডমের সকলকে অনেক ধন্যবাদ।

লন্ডনে থাকলে এবং যখনই থাকবেন রাজ ও সিমরানের সাথে দেখা করতে আসুন, আমরা আপনাকে ডিডিএলজে-এর সঙ্গে আরও স্মৃতি তৈরি করতে দেখতে চাই।

NB/AHA
আরও পড়ুন