অভিনেত্রী হওয়ার ইচ্ছা ছিল না রানি মুখার্জির

আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ০৭:৫৭ পিএম

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম উজ্জ্বল নক্ষত্র রানি মুখার্জি। পর্দা কাঁপানো এই অভিনেত্রী টানা তিন দশক ধরে কখনও রোমান্টিক ঘরানার ছবির নায়িকা, আবার কখনও ‘মর্দানি’র মতো ছবিতে প্রতিবাদী নারী চরিত্রে দর্শকদের মুগ্ধ করেছেন। সম্প্রতি নিজের ক্যারিয়ারের ৩০ বছর পূর্তি এবং ব্লকবাস্টার ‘মর্দানি’ ফ্র্যাঞ্চাইজের তৃতীয় কিস্তির ঘোষণার বিশেষ মুহূর্তে আবেগঘন হয়ে পড়েছেন এই তারকা।

ক্যারিয়ারের এই মাইলফলক স্পর্শ করে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের উদ্দেশে একটি খোলা চিঠি লিখেছেন রানি। সেখানে তিনি জানিয়েছেন এক অজানা তথ্য অভিনেত্রী হওয়ার কোনো পরিকল্পনাই ছিল না তার।

রানি তার চিঠিতে লেখেন, ‘আজ থেকে ৩০ বছর আগে যখন প্রথম কোনো ছবির সেটে পা রেখেছিলাম, তখন আমার বড় কোনো পরিকল্পনা ছিল না। এমনকি অভিনেত্রী হওয়ার স্বপ্নও আমি দেখিনি। আজ পেছন ফিরে তাকালে মনে হয়, সিনেমা যেন আমাকে নিজেই খুঁজে নিয়েছে।’

তিনি আরও জানান, অভিনয়ের শুরুতে তিনি বেশ দ্বিধাগ্রস্ত ও ভীতু ছিলেন। রানির ভাষায়, ‘আজও আমার ভেতরে সেই নার্ভাস মেয়েটা বেঁচে আছে। প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়িয়ে যে মেয়েটি ভাবত, সে সংলাপ ভুলে যাবে না তো? সে কি আদৌ এই কাজের যোগ্য?’

দীর্ঘ এই পথচলায় ‘মা’ হওয়ার অভিজ্ঞতাকে ক্যারিয়ারের এক বিশেষ মোড় হিসেবে দেখেন রানি। কাকতালীয়ভাবে, ক্যারিয়ারের শুরুর দিকে মায়ের চরিত্রে অভিনয় করেই তিনি জাতীয় পুরস্কার পেয়েছিলেন।

নিজের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, ‘আমি সংকেতে বিশ্বাস করি। মা হওয়ার পরই যখন এই বিশেষ পুরস্কারটি পেলাম, তখন অনুভব করেছি একজন মা তার সন্তানের জন্য ঠিক কতদূর যেতে পারেন। জীবনের এই পর্যায়ে এসে আমি হয়তো আরও অনেক বেশি পরিণত।’

ক্যারিয়ারের ৩০ বছর পূর্তির এই মাহেন্দ্রক্ষণেই রানি মুখার্জি তার ভক্তদের বড় এক উপহার দিয়েছেন। ঘোষণা করেছেন তার জনপ্রিয় ‘মর্দানি’ সিরিজের তৃতীয় পার্টের কাজ। এই ঘোষণা ভক্তদের মাঝে নতুন করে উদ্দীপনা সৃষ্টি করেছে।

NB
আরও পড়ুন