বলিউড দম্পতিদের মধ্যে অন্যতম হলো সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। গত ৭ ফেব্রুয়ারি তাদের বিয়ের এক বছর পূর্ণ হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, প্রথম বিবাহবার্ষিকীতে কিয়ারা সিদ্ধার্থের কাছ থেকে কী উপহার পেয়েছেন?
সিদ্ধার্থ ব্যক্তিগত জীবন প্রকাশে বিশ্বাসী নন। তবে স্ত্রী কিয়ারা প্রায় জীবনের বিভিন্ন চিত্র সমাজমাধ্যমে তুলে ধরেন। বিয়ের পর যখন কিয়ারা তাদের বিয়ের ভিডিও সমাজমাধ্যমের পাতায় প্রকাশ করেন, তখন তাতে আপত্তি জানিয়েছিলেন সিদ্ধার্থ। তবে সিদ্ধার্থ এই এক বছরে নিজেকে অনেক বদলে নিয়েছেন। প্রথম বিবাহবার্ষিকীতে স্ত্রী কিয়ারার প্রতি প্রেম জাহির করে সিদ্ধার্থ সমাজমাধ্যমের পাতায় লেখেন, যাত্রা নয়, গন্তব্যে পৌঁছানোই গুরুত্বপূর্ণ, তুমিই আমার জীবনের শ্রেষ্ঠ সঙ্গী।
বিবাহবার্ষিকীর পরপরই দুবাইয়ে যান এ দম্পতি। সেখানে তারা একটি হোটেলের উদ্বোধনে গিয়েছিলেন। সেখান যেতেই সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন সিদ্ধার্থ-কিয়ারা। উঠে আসে তাদের বিবাহবার্ষিকীর কথা। তাতে কিয়ারা বলেন, আমার কাছে একটা দিন নয়, সারা মাসটাই স্পেশাল। পরে পাল্টা জিজ্ঞেস করা হয়, স্ত্রীকে কী উপহার দিলেন সিদ্ধার্থ? অভিনেতা জানান, কিয়ারা প্রথমে জানতেন না উপহারটা কী। কয়েক দিনের জন্য ছুটি কাটাতে গিয়েছিলেন এ দম্পতি আর সেটাই ছিল কিয়ারার উপহার। তবে ছুটি কাটাতে কোথায় গিয়েছিলেন তা প্রকাশ করেননি সিদ্ধার্থ- কিয়ারা।

