যে কারণে মেজাজ হারালেন সিদ্ধার্থ

আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ১১:০২ এএম

পাপারাজ্জিদের সঙ্গে দুর্ব্যবহারের জন্য একাধিকবার সংবাদের শিরোনামে এসেছেন জয়া বচ্চন, সালমান খান, শাহিদ কাপুর থেকে রণবীর কাপুরের মতো বহু বলিউড সুপারস্টার।

এবার অন্তঃসত্ত্বা স্ত্রী কিয়ারা আডবানিকে ঘিরে ফটোশিকারিদের হুড়োহুড়ি দেখে মেজাজ হারিয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা।

নিয়মমাফিক পরীক্ষার জন্য অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে হাসপাতালে যেতেই তাদের ছবি তোলার জন্য একেবারে গাড়ির সামনে এসে পড়েন পাপারাজ্জিরা, আটকে দেন পথ। তাতেই মেজাজ হারান অভিনেতা।

গাড়ি থেকে নেমে তিনি বলেন  চুপ, একদম সরে যান এখান থেকে। পিছনে সরেন। ক্যামেরা বন্ধ করুন। মাথা গরম করাবেন না একদম। আপাতদৃষ্টিতে ঠান্ডা মাথার মানুষ বলেই মনে হয় সিদ্ধার্থকে। কিন্তু বুধবার তিনি মেজাজ হারিয়ে ফেলেন পাপারাজ্জিজের দৌরাত্ম্যের কারণে।

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসেই সুখবর দিয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবাণী, এবার দুই থেকে তিন হতে চলেছেন তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করে তারকা দম্পতি জানিয়েছেন, তাঁদের সংসারে আসতে চলেছে নতুন সদস্য।

RK
আরও পড়ুন