ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

দাম্পত্যের পঁচিশ পার করলেন

আপডেট : ৩১ মার্চ ২০২৪, ০৯:১৫ পিএম

বলিউডে অনেক তারকা দম্পতির সংসার ভেঙে গেলেও টিকে আছে অজয় দেবগন ও কাজল দেবগনের সংসার। খুব ভালোভাবেই কাটছে তাদের সংসার। দাম্পত্য জীবনের ২৫ বছর পার করে ফেলেছেন তারা। তাদের দুটি সন্তান নাইসা ও যুগ।

কাজল বিভিন্ন সাক্ষাৎকারে অজয়ের সঙ্গে প্রেমের অধ্যায় থেকে দাম্পত্য জীবনের খুঁটিনাটি প্রকাশ্যে এনেছেন। তুলনায় মিতভাষী অজয় ব্যক্তিগত জীবন নিয়ে কখনোই সে ভাবে কথা বলেননি। তবে এক সাক্ষাৎকারে অজয় জানালেন কাজলকে বিয়ে করার নেপথ্যের কারণ।

অজয় বলেন, কেউ কাউকে প্রোপোজ না করেই প্রতিদিন আমাদের দেখা হতো। এরপর এটা একপ্রকার স্বাভাবিক ভাবেই বিয়ের দিকে চলে যায়’।

১৯৯৯ সালের ২৪ ফেব্রুয়ারি অজয়ের সঙ্গে বিয়ে হয় কাজলের। অভিনেত্রী হিসাবে কাজল তখন সাফল্যের মধ্যগগনে। সেই সময় আচমকাই অজয়কে বিয়ে করেন তিনি। যদিও অজয়কে বিয়ে করবেন শুনে কাজলের বাবা শমু মুখোপাধ্যায় প্রায় চার দিন কথা বলেননি মেয়ের সঙ্গে। অবশ্য শেষে পরিবারের উপস্থিতিতেই ঘরোয়া ভাবে বিয়ে সারেন তারা। সূত্র: বলিউড হাঙ্গামা, ইন্ডিয়া টুডে।

NC/SA
আরও পড়ুন