রাজনৈতিক ব্যক্তিত্ব রাঘব চাড্ডার সঙ্গে বিশাল আয়োজনের মধ্যদিয়ে রাজকীয় ধারায় বিয়ে হয় বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার। বিয়ের বছর না গড়াতেই সম্প্রতি গুঞ্জন ছড়ায় মা হতে চলেছেন অভিনেত্রী। এবার পরিণীতি নিজেই মুখ খুললেন এই ঘটনায়।
মা হওয়ার খবর গুজব বলে উড়িয়ে দিয়ে অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে তিনি এ বিষয়ে তার প্রতিক্রিয়া জানান। এছাড়াও অভিনেত্রী তার ফেসবুকে লিখেছেন, ‘কাফতান ড্রেস মানেই গর্ভবতী! ওভারসাইজড টি-শার্ট মানেই গর্ভবতী।’
বেবিবাম্প লুকানোর জন্যই তিনি ঢিলেঢালা পোশাক পরছেন। এই গুজবে বিরক্ত হয়েই তিনি ভিডিওটি পোস্ট করেছেন এবং জামাকাপড় সম্পর্কে তার পছন্দের কথা সবাইকে জানিয়েছেন।
গতবছর সেপ্টেম্বর মাসে পরিণীতির বিয়ে হয়। বছর না গড়াতেই এমন খবর ভেসে বেড়ালে তিনি চুপচাপই ছিলেন। তবে বিষয়টি চরমে উঠে গেলে তিনি তার বক্তব্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।
এ বছর অর্থাৎ ২০২৪ -এ মা হতে চলেছেন অনেক অভিনেত্রী। এর মধ্যে রণবীর সিং ও দীপিকা পাডুকোন দম্পতি জানিয়ে দিয়েছেন তাদের সন্তান আসার কথা। তাছাড়া অভিনেত্রী ইয়ামি গৌতমও মা হতে চলেছেন বলে জানা গেছে।
