সোনাক্ষী সিনহার বিয়ের তারিখ ঘোষণা

আপডেট : ১০ জুন ২০২৪, ১২:১২ পিএম

বলিউডের অন্যতম অভিনেত্রী সোনাক্ষী সিনহা। দর্শকদের জন্য উপহার দিয়েছেন একের পর এক সিনেমা। দর্শক নন্দিত এ অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে দর্শকদের ব্যাপক আগ্রহ রয়েছে। মাঝখানে শোনা গিয়েছিল তিনি প্রেম করছেন।

যদিও প্রেম, বিয়ে, এসব নিয়ে কোনোদিনই কথা বলেননি ‘দাবাং’ গার্ল সোনাক্ষী। এবার বলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে সোনাক্ষীর বিয়ের খবর। দীর্ঘদিনের প্রেমিকা জাহির ইকবালের সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসছেন সোনাক্ষী।

আগামী ২৩ জুন বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সোনাক্ষী সিনহা। লোকসভা ভোটে সদ্য তৃণমূলের টিকিটে জিতেছেন তার বাবা শত্রুঘ্ন সিনহা। পরিবারে খুশির আমেজ। আর তার মাঝেই মেয়ের বিয়ের দিনক্ষণ পাকা করে আমন্ত্রণপত্র ছাপিয়ে ফেললেন প্রবীণ সাংসদ-অভিনেতা। মুম্বাইতেই বসছে বিয়ের আসর।

‘হীরামাণ্ডি’ ছবি নিয়ে নানা সমালোচনা হলেও, সোনাক্ষীর অভিনয়ের প্রশংসা করেছেন সবাই। তবে এখন খবর, সোনাক্ষীর বিয়ে নিয়ে। জানা গেছে, এই বিয়েতে আমন্ত্রিত ‘হীরামাণ্ডি’র গোটা কাস্ট। আমন্ত্রিতের তালিকায় আতো আছেন শাহরুখ খান,সালমান খান, কাপুর এবং বচ্চন পরিবার থেকে শুরু করে ইন্ডাস্ট্রির আরও অনেকে। 

বেশ কয়েক বছর ধরেই প্রেম, সম্পর্ক, বিয়ে নিয়ে খুব একটা মুখ খুলতে দেখা যায়নি সোনাক্ষী সিনহাকে। যখনই এসব প্রশ্ন উঠেছে, তখনই পুরো বিষয়টা এড়িয়ে গেছেন তিনি। তবে বলিউডের হাওয়ায় উড়ছিল সোনাক্ষী ও জাহির ইকবালের প্রেমের খবর। এমনকী, সম্প্রতি সালমান খানের পার্টিতেও একসঙ্গে হাজির হয়েছিলেন সোনাক্ষী ও জাহির। তাহলে কি জাহির ইকবালকেই বিয়ে করছেন সোনাক্ষী? জল্পনার সূত্রপাত তখন থেকেই। এবার বিয়ের দিনক্ষণ এবং কার্ড প্রকাশ্যে এলো।

জাহির ইকবাল বয়সে সোনাক্ষীর থেকে ২ বছরের ছোট। উইকিপিডিয়া বলছে- সোনাক্ষীর বয় ৩৭, আর জাহিরের ৩৫। জাহির ইকবালকে 'নোটবুক', ‘ডবল এক্সএল’, ‘ব্লকবাস্টার’-এর মতো ছবিতে দেখা গিয়েছে। সূত্র: হিন্দুস্তান টাইমস

MB/FI
আরও পড়ুন