ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ক্যাটরিনার মা হওয়ার গুজব উড়িয়ে দিলেন ভিকি

আপডেট : ২৯ জুন ২০২৪, ১১:০৬ এএম

মা হতে চলেছেন ক্যাটরিনা কাইফ। কয়কদিন ধরে এমন গুঞ্জনে ভেসে বেড়াচ্ছে নেট দুনিয়ায়। তবে ক্যাটরিনার প্রতিনিধি জানিয়েছেন, এই খবর পুরোপুরি ভুয়া। মাসের মাঝামাঝি লন্ডন থেকে ভাইরাল হয় নায়িকার নতুন ভিডিও, যা ফের উস্কে দেয় ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি। অথচ নায়িকা দেশে ফিরতেই ভুল ভাঙে সবার। দেখা যায় ক্যাটের চর্চিত ‘বেবি বাম্প’ একেবারে ভিত্তিহীন।

এবার ক্যাটরিনার মা হওয়ার প্রসঙ্গে নীরবতা ভাঙলেন ভিকি। শুক্রবার (২৮ জুন ) উপলক্ষ্য ছিল নায়কের আসন্ন ছবি ‘ব্যাড নিউজ’-এর ট্রেলার লঞ্চ। তৃপ্তি দিমরি এবং অ্যামি ভির্কের সাথে এই রোমান্টিক কমেডিতে দেখা যাবে ক্যাটরিনার বেটার হাফকে।

লঞ্চ অনুষ্ঠানে ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুজবের কথা উল্লেখ করে ভিকিকে জিজ্ঞাসা করা হয় যে দর্শকরা কখন বাস্তব জীবনে তার বাবা হওয়ার সুখবর শুনতে পাবেন? উত্তরে ‘জোশ’ নিয়েই উরির নায়ক বলেন, ‘এখনকার মতো খারাপ খবরটাই (ব্যাড নিউজ) উপভোগ করুন, সেটা নিয়ে আমরা হাজির হচ্ছি। যখন ওটার (সুসংবাদ) সময় আসবে, আমরা সেই খবর লুকিয়ে রাখব না’।

এর আগে চুপি চুপি প্রেম, তারপর হঠাৎই একদিন ঝুপ করে বিয়েটা করে নেন ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফ। সেটা ছিল ২০২১-এর ডিসেম্বর মাস।

HK/FI
আরও পড়ুন