বলিউড তারকা রণবীর কাপুর। এই অভিনেতা ব্যক্তি জীবনে সাদামাটা এবং সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নিজেকে দূরে রাখেন। সম্প্রতি পিঙ্কভিলার সঙ্গে কথোপকথনে রামায়ণ অভিনেতার প্রশংসায় পঞ্চমুখ হন মুকেশ ছাবড়া।
সেখানে রণবীর কাপুরকে 'নম্বর ওয়ান' বলে কটাক্ষ করে মুকেশ ছাবড়া বলেন, রণবীর কাপুরের চার্ম যে তার ছবি মুক্তি পেলে লোকে তার জন্য পাগল হয়ে যায় এবং তার জন্য আকুল হয়ে ওঠে, সেই ক্রমানুসারে তিনি হলেন এক নম্বর)।
মুকেশ ছাবড়া শাহরুখ খানের প্রশংসা করে বলেন, কঠোর পরিশ্রমী তারকা তিনি। শাহরুখ খানের 'লাস্ট অফ দ্য স্টারস' প্রসঙ্গে তিনি বলেন, 'শাহরুখ খানের মতো একজন আলাদা তারকা যাকে কেউ স্পর্শ করতে পারবে না। 'ডানকি', 'গ্যাংস অফ ওয়াসেপুর'-এর মতো ছবিতে কাস্টিং করেছেন মুকেশ।
