ভারতীয় জনপ্রিয় পপ সঙ্গীতশিল্পী ঊষা উথুপের স্বামী হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার (৮ জুলাই) না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। মৃত্যুকালে চাকো উথুপের বয়স হয়েছিল ৭৬ বছর। চাকো উথুপ তার পঞ্চাশ বছর সংসার জীবনে একটি পুত্রসন্তান ও কন্যাসন্তান রেখে গেছেন। শিল্পীর ঘনিষ্ঠ সূত্রে এই তথ্য জানা গেছে। এদিকে তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। শোক প্রকাশ করেছেন সঙ্গীত জগতের বিশিষ্টজনেরা।
জানা যায়, সোমবার সকালে হঠাৎ অসুস্থ বোধ করেন চাকো উথুপ। সাথে সাথে তাকে বালিগঞ্জ সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়া পরে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। কর্মজীবনে চাকো ‘টি এস্টেট’-এর কর্মী ছিলেন।
মঙ্গলবার (৯ জুলাই) কেওড়াতলা মহাশ্মশানে জানি চাকো উথুপের শেষকৃত্য সম্পন্ন হবে। ততক্ষণ পিস ওয়ার্ল্ডে থাকবে মরদেহ।
