ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

যে কারণে সব শো পিছিয়ে দিলেন অরিজিৎ সিং

আপডেট : ০২ আগস্ট ২০২৪, ১১:৫৪ এএম

ভারতের শোবিজ অঙ্গনে অন্যতম জনপ্রিয় সফল গায়ক অরিজিৎ সিং। তার গান আর সুরের মুর্ছনায় মুগ্ধ প্রায় সব বয়সের শ্রোতারা। এতেই যেন ভারতের সীমানা ছাড়িয়ে বিশ্বজুড়েও রয়েছে তার অসংখ্য ভক্ত অনুরাগী। সম্প্রতি ইনস্টাগ্রামে এক পোস্ট করে গায়ক জানালেন ভালো নেই তিনি। কিন্তু কী হয়েছে তার?

অরিজিৎ সিং তার ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে সেখানেই লেখেন, ‘সবাইকে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে অসুস্থতার কারণে আমার অগস্টের সমস্ত শো পিছিয়ে দিতে হচ্ছে। আমি জানি আপনারা সবাই এই শোগুলোর জন্য দারুণ ভাবে অপেক্ষা করে ছিলেন। কিন্তু আমি মন থেকে ক্ষমা চাইছি এটার জন্য। আপনাদের ভালোবাসা এবং সমর্থনই কিন্তু আমার একমাত্র শক্তি। এই থমকে যাওয়াটাকে একটি প্রমিজে পরিণত করি চলুন যেখানে আমাদের দেখা হওয়াটা আরও ম্যাজিক্যাল হবে।’

এরপর গায়ক জানিয়ে দেন অগস্টের বদলে সেপ্টেম্বরে কবে কোথায় শো হবে। নতুন দিনক্ষণ জনিয়ে অরিজিৎ লেখেন, ‘বোঝার জন্য ধন্যবাদ। আপনাদের সঙ্গে আবার দারুণ সব স্মৃতি তৈরি করার জন্য আমার তর সইছে না।’ সূত্র: হিন্দুস্তান টাইমস

SN/FI
আরও পড়ুন