ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সহ অভিনেত্রীর প্রেমে পড়েছেন অভিষেক!

আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ০২:০০ পিএম

অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের ডিভোর্সের বিষয়ে ভক্তদের মাঝে জল্পনা-কল্পনা এখনও তুঙ্গে। যদিও নিজেদের বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে প্রকাশ্যে কোনো কথা বলেননি এ তারকা দম্পতির কেউই।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদন বলা হয়েছে, ঐশ্বরিয়াকে ছেড়ে জুনিয়র বচ্চন মন দিয়েছেন অন্য সহ অভিনেত্রীকে। সে কথা জানার পর ঐশ্বরিয়া বাড়ি ছেড়েছেন বলেও গুঞ্জন উঠেছে।

জানা গেছে, ‘দসবী’ ছবির সহঅভিনেত্রী নিমরত কৌরের সঙ্গেই গোপনে সম্পর্কে জড়িয়েছেন অভিষেক। যে কথা জানতে পারার পর তুমুল অশান্তি শুরু হয় তারকা দম্পতির মাঝে। তবে এখনও পর্যন্ত এই প্রসঙ্গে কেউ কোনও কথা বলেননি।

সর্বশেষ মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়ের একটি ভিডিওর এক ঝলক দেখা গিয়েছে অভিষেক-ঐশ্বরিয়া এবং তাদের মেয়ে আরাধ্যা বচ্চন একসঙ্গে পারিবারিক মুহূর্ত কাটাচ্ছেন। কয়েক সেকেন্ডের সেই মুহূর্ত সব হিসেব নিকেশ যেন উল্টে পাল্টে দিয়েছে। যদিও সব কিছুই এখনও ধোঁয়াশা। আসলে কী যে ঘটছে, তা বোঝা যাচ্ছে না।

প্রসঙ্গত, ঐশ্বরিয়া-অমিতাভ ২০০৭ সালের ২০ এপ্রিল বিয়ে করেন। এ তারকা দম্পতির বিয়ের অনুষ্ঠান বেশ ঐতিহ্যবাহী ছিল, যেখানে হিন্দু রীতিনীতি অনুসরণ করা হয়। তাদের বিয়ে বলিউডের অন্যতম বড় আয়োজন হিসেবে বিবেচিত হয়। বিয়ের কয়েক বছর পর, ২০১১ সালে তাদের একটি কন্যা সন্তান আরাধ্যা বচ্চন জন্মগ্রহণ করে।

JA/SM
আরও পড়ুন