চোখের পাপড়ি হারালেন হিনা খান

আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ০৭:৩৭ পিএম

ভারতীয় টেলিভিশন ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় মডেল-অভিনেত্রী হিনা খান। কিছুদিন আগে এ তারকার ব্রেস্ট ক্যানসার শনাক্ত হয়েছে। বর্তমানে অভিনেত্রীর কেমোথেরাপি চলছে। যদিও এই লড়াই সহজ নয়। 

ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, ক্যানসারের তৃতীয় ধাপ চলছে হিনা খানের। এরই মাঝে দেখা দিয়েছে নতুন উপসর্গ। কেমোথেরাপির চোটে চোখের পাপড়ি হারালেন হিনা। সামাজিক মাধ্যমে সেই ছবিই পোস্ট করেই তিনি লিখলেন তাঁর লড়াই ও জেদের কথা।

হিনা তাঁর ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যায়, অভিনেত্রীর চোখের একটি মাত্র পাপড়ি অবশিষ্ট আছে। তবে এখনও মনের জোর হারাননি তিনি। 

সেই পোস্টে লিখেছেন, ‘আমার শক্তির একটি উৎস রয়েছে, জানেন কি সেটা? আমার চোখকে সুন্দর করে ঘিরে রেখেছিল ওরা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত একগুচ্ছ লম্বা ও সুন্দর চোখের পাপড়ি। বর্তমানে এই একটি পাপড়ি একা হয়ে দাঁড়িয়ে রয়েছে। শক্তিশালী যোদ্ধার মতো একা লড়াই করে চলেছে আমার সঙ্গে থেকে। এটাই আমার অনুপ্রেরণা।’

হিনা খান

উল্লেখ্য, ভারতীয় টেলিভিশন ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় মুখ হিনা খান। কিছু সিনেমায় কাজ করলেও ছোট পর্দার অভিনেত্রী হিসাবেই সকলের কাছে পরিচিত হিনা খান। ‘ইয়ে রিসতা ক্যায়া কহেলাতা হ্যায়’ সিরিয়ালে অভিনয়ের মাধ্যমেই দর্শকের কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন। 

এরপর কসৌটি জিন্দেগী কি, নাগিন ৫- এর মতো ধারাবাহিকে কাজ করেছেন। রিয়্যালিটি শো বিগ বস, ফিয়ার ফ্যাক্টর খতরো কে খিলাড়ি সিজন ৮ ও ১৩, ইন্ডিয়ান আইডলেও অংশ নিয়েছিলেন। স্পেশ্যাল অ্যাপিয়ারেন্স বা অতিথি শিল্পী হিসাবে একাধিক ধারাবাহিকে দেখা গিয়েছে হিনাকে। কিন্তু ক্যানসারে আক্রান্ত হওয়ার পর ৩৬ বছর বয়সী এই অভিনেত্রীর পুরো পৃথিবীই এখন ওলট-পালট হয়ে গিয়েছে।

NC/WA