‘অ্যানিম্যাল’ হিট করার পরই একাধিক ছবির অফার পেতে শুরু করেন তৃপ্তি। জানা যায়, কার্তিক আরিয়ানের সঙ্গে ‘আশিকি থ্রি’ ছবিতে জুটি বাঁধছেন তৃপ্তি। তবে বলিপাড়ায় নতুন গুঞ্জন ‘আশিকি থ্রি’ ছবি থেকে বাদ পড়েছেন তৃপ্তি দিমরি।
তার বাদ পড়ার কারণ নিয়েও বিতর্ক তুঙ্গে। শোনা যাচ্ছে, 'অ্যানিম্যাল-কানেকশন'-এর জন্যই এই ছবি থেকে বাদ পড়েছেন তৃপ্তি।
অন্তর্জালে গুঞ্জন উঠেছে, অ্যানিম্যিালে সাহসী দৃশ্যে অভনয় করার কারণেই ‘আশিকি থ্রি’ সিনেমায় সারল্য ভরা চরিত্রে অভিনয়ের জন্য সুযোগ হারিয়েছেন অভিনেত্রী।
২০২৩ সালে, রণবীর কাপুরের সাথে ব্লকবাস্টার হিট ছবি অ্যানিম্যাল-এ স্ক্রিন শেয়ার করেছিলেন তৃপ্তি। সেই ছবির সুবাদেই লাইমলাইটে উঠে আসেন এর আগে ‘কলা’, ‘বুলবুল-এর মতো ছবিতে দুর্দান্ত অভিনয় করা তৃপ্তি। অ্যানিম্যালে রণবীরের সঙ্গে শয্যাদৃশ্যে অভিনয় করে বিতর্কের কেন্দ্রে উঠে আসেন তৃপ্তি। এবার সেই দৃশ্যই নাকি তার কাল হল!

অন্তর্জালে খবরটি ছড়িয়ে পড়ায় বিষয়টি নিয়ে মুখ খুলেছেন নির্মাতা অনুরাগ বসু।
সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘আশিকি থ্রি’ সিনেমায় থাকছেন না তৃপ্তি। তবে তিনি কেন থাকছেন না তা আমি কখনও ব্যাখ্যা করিনি।’
অনুরাগ আরও বলেন, ‘ছড়িয়ে পড়া খবর আমি পড়েছি। যা সত্য নয়। তৃপ্তিও এ বিষয়ে বিস্তারিত জানেন। আমি বলব, তৃপ্তিকে বাদ দেয়া হয়েছে, কারণ সিনেমায় অভিনীত চরিত্রটির জন্য তিনি মানানসই ছিলেন না।’
আনুষ্ঠানিক ঘোষণার সময় থেকেই আলোচনার কেন্দ্রে ‘আশিকি থ্রি’। এরইমধ্যে দর্শক আগ্রহের কেন্দ্রে রয়েছে এ সিনেমার নায়িকা চরিত্রে কে অভিনয় করছেন তা জানার।
জানা গেছে, জানুয়ারির শেষ দিকে অথবা ফেব্রুয়ারির শুরুতে শুটিং শুরু করবেন অনুরাগ বসু। তাই ‘আশিকি থ্রি’ সিনেমার নায়িকা চরিত্রে অভিনয়ের জন্য পারফেক্ট একজনকে খুঁজছেন নির্মাতা।
১৯৯০ সালে মুক্তি পায়’ আশিকি’ ছবি। এই ছবিতে অভিনয় করেছিলেন রাহুল রায় ও অনু আগরওয়াল। সে সময় ছবিটি বক্স অফিসে ঝড় তুলেছিল। নয়ের দশকের 'আশিকি' ছবির গান আজও সুপারহিট। সেই নস্ট্যালজিয়াকে সঙ্গে নিয়ে ২০১৩ সালে মুক্তি পায় 'আশিকি টু'। ছবিতে জুটি বাঁধেন শ্রদ্ধা কাপুর ও আদিত্য রায় কাপুর। 'আশিকি ২'-ও বক্স অফিসে ঝড় তোলে। এই ছবির গান সবার কাছে প্রশংসায় পায়। অরিজিৎ সিংয়ের গাওয়া ‘শুন রাহা হ্যায় না তু’ আজও অনুরাগীদের মাঝে তুমুল জনপ্রিয়।
