ডাকাতের ছুরিকাঘাতে আহত সাইফ আলি খান, হাসপাতালে ভর্তি

আঘাত তার মেরুদণ্ডের কাছাকাছি। আমরা তার অপারেশন করছি। অস্ত্রোপচারের পরই ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ১০:৫৯ এএম

মুম্বাইয়ের বান্দ্রায় গভীর রাতে অভিনেতা সাইফ আলি খান ও কারিনা কাপুর খানের বাড়িতে ডাকাতির চেষ্টা হয়েছে। এ সময় হামলার শিকার হন তিনি।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, বুধবার (১৫ জানুয়ারি) গভীর রাতে এই ঘটনা ঘটে। ডাকাতদের সঙ্গে ধস্তাধস্তির সময় সাইফকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর জখম হন অভিনেতা। বর্তমানে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।

লীলাবতী হাসপাতালের সিওও ডা. নীরাজ উত্তমণি জানান, ছুরিকাঘাতে আহত সাইফ আলি খানকে রাতেই হাসপাতালে নিয়ে আসা হয়। তার শরীরে ছয়টি আঘাতের চিহ্ন রয়েছে, যার মধ্যে দুটি বেশ গভীর। একটি আঘাত তার মেরুদণ্ডের কাছাকাছি। আমরা তার অপারেশন করছি। অস্ত্রোপচারের পর তার শারীরিক অবস্থা জানানো যাবে।

ইতোমধ্যেই বান্দ্রা থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তকে গ্রেপ্তাতার করার চেষ্টা চলছে। 

এ প্রসঙ্গে এক পুলিশ কর্মকর্তা বলেন, সাইফ আলি খান লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন। এটা স্পষ্ট নয় যে তাকে ছুরি দিয়ে কোপানো হয়েছে, নাকি ডাকাতের সঙ্গে ধস্তাধস্তির জেরে তিনি আহত হয়েছেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। একই সঙ্গে এই ঘটনার তদন্ত করছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ।

AHA