ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ঐশ্বরিয়াকে নিয়ে বড় মন্তব্য অভিষেকের

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ০৯:৪১ এএম

অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের সম্পর্ক নিয়ে গত বছর সরগরম ছিল বলিউড। এখনও এই তারকা দম্পতিকে নিয়ে অপার কৌতূহল অনুরাগীদের। গুঞ্জন ছিল, আলাদা থাকছেন তারা বা ভাঙতে চলেছে তাদের সংসার।

তবে নিন্দুকদের মুখে ছাই দিয়ে নতুন বছরের শুরুতেই মেয়ে-বউয়ের হাত ধরে ছুটি কাটিয়ে ফিরেছেন অভিষেক। এতে খানিকটা স্পষ্ট, একসঙ্গেই আছেন অভিষেক-ঐশ্বরিয়া।

২৫ বছর ধরে বিনোদন জগতে কাজ করছেন অভিষেক। সুপারস্টারের ছেলে হওয়াতে বাবা অমিতাভ বচ্চন, কখনও ঐশ্বরিয়ার সঙ্গেও তুলনার মুখে পড়তে হয়েছে এই অভিনেতাকে। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে পরিবারের সঙ্গে তুলনা প্রসঙ্গে নানান কথা বলেন অভিষেক।

অভিষেক বলেন, এটা কখনোই সহজ নয়। কিন্তু ২৫ বছর ধরে একই প্রশ্ন শুনেছি। আপনি যদি আমাকে আমার বাবার সাথে তুলনা করেন, আপনি আমাকে সবচেয়ে সেরা অভিনেতার সঙ্গে তুলনা করছেন। আপনি যদি আমাকে সেরাদের সাথে তুলনা করেন, তাহলে আমি বিশ্বাস করি যে সম্ভবত আমি এই মহান নামগুলির মধ্যে বিবেচিত হওয়ার যোগ্য।

অভিষেক বলেন, আমার বাবা-মা-ই আমার বাবা-মা, আমার পরিবারই আমার পরিবার, আমার স্ত্রী-ই আমারই স্ত্রী এবং আমি তাদের কৃতিত্বের জন্য এবং তারা অর্জন করেছেন তা নিয়ে অত্যন্ত গর্বিত।

JA
আরও পড়ুন