ঢাকা
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

কান উৎসবে জায়গা পেল যেসব সিনেমা

আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ০৭:১১ পিএম

৭৮তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনীত সিনেমার তালিকা প্রকাশ করা হয়েছে। এ বছর কিছু আলোচিত চলচ্চিত্রের প্রিমিয়ার হবে। যার মধ্যে রয়েছে ফ্রান্সের রিচার্ড লিঙ্কলেটারের ‘নুভেল ভ্যাগ’, যুক্তরাষ্ট্র ও জার্মানি ওয়েস অ্যান্ডারসনের  ‘দ্য ফিন্যান্সিয়াল স্কিম’। 

বৃহস্পতিবার (১০ প্রিল) রাতে প্যারিসে এক সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করেন উৎসবের প্রেসিডেন্ট আইরিস নোবলোখ ও আর্টিস্টিক পরিচালক ও জেনারেল ডেলিগেট থিয়েরি ফ্রেমো।

ওয়েস অ্যান্ডারসনের ‘দ্য ফোনিশিয়ান স্কিম’ সিনেমার দৃশ্য। ছবি: সংগৃহীত

মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা পেল যেসব সিনেমা...
‘আলফা’, জুলিয়া দুকোর্নো (ফ্রান্স, বেলজিয়াম)
‘দোসিয়ে ১৩৭’, ডমিনিক মোল (ফ্রান্স)
‘ঈগলস অব দ্য রিপাবলিক’, তারিক সালেহ (সুইডেন, ফ্রান্স, ডেনমার্ক ও ফিনল্যান্ড)
‘ফুয়োরি’, মারিও মার্তোনে (ইতালি, ফ্রান্স)
‘এডিংটন’, আরি অ্যাস্টার (যুক্তরাষ্ট্র)
‘নুভেল ভাগ’, রিচার্ড লিঙ্কলেটার (ফ্রান্স)
‘দ্য ফিন্যান্সিয়াল স্কিম’, ওয়েস অ্যান্ডারসন (যুক্তরাষ্ট্র, জার্মানি)
‘দ্য হিস্টোরি অব সাউন্ড’, অলিভার হারমানাস (যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র)
‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’, জাফর পানাহি (ইরান, ফ্রান্স)
‘দ্য লিটল সিসটার’, হাফসিয়া হারজি (ফ্রান্স, জার্মানি)
‘দ্য মাস্টারমাইন্ড’, কেলি রেইচার্ড (যুক্তরাষ্ট্র ও জার্মানি)
‘রেনোয়ার’, হায়াকাওয়া চিয়ে (জাপান, ফ্রান্স, সিঙ্গাপুর, ফিলিপাইন ও ইন্দোনেশিয়া)
‘রোমেরিয়া’, কার্লরা সিমোন (স্পেন ও জার্মানি)
‘দ্য সিক্রেট এজেন্ট’, ক্লেবার মেন্ডোনসা ফিলো (ব্রাজিল, ফ্রান্স)
‘সেনটিমেন্টাল ভ্যালু’, জোয়াকিম ট্রিয়ের (নরওয়ে, ফ্রান্স, জার্মানি, ডেনমার্ক, সুইডেন, যুক্তরাজ্য)
‘সিরাত’, অলিভার লাক্সে (স্পেন ও ফ্রান্স)
‘সাউন্ড অব ফলিং’, মাসচা শিলিনস্কি (জার্মানি)
‘টু প্রসিকিউটরস’, সের্গেই লোজনিত্সা (লাটভিয়া, ফ্রান্স, নেদারল্যান্ডস, রোমানিয়া ও লিথুনিয়া)
‘দ্য ইয়ং মাদার্স হোম’, দারদেন ভ্রাতৃদ্বয় (বেলজিয়াম)

সূত্র: দ্য হলিউড রিপোর্টার

RA/AHA
আরও পড়ুন