ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

যে খাবারে নিজেকে ফিট রাখেন শাহরুখ খান

আপডেট : ২৬ মে ২০২৫, ০৯:৪১ পিএম

বলিউডের কিং খান, শাহরুখ খান, তার বয়সের তুলনায় চমকপ্রদ ফিটনেসের পেছনের রহস্য ভক্তদের সামনে প্রকাশ করেছেন। সম্প্রতি একটি পুরনো সাক্ষাৎকারের ভিডিও এখন আবার ভাইরাল হয়েছে, যেখানে তিনি তার সরল জীবনযাত্রা ও খাদ্যাভ্যাস নিয়ে কথা বলেছেন।

ছয় প্যাক অ্যাবস, ঝকঝকে হাসি আর স্টাইলিশ উপস্থিতির পেছনে কী রহস্য রয়েছে? সেইসঙ্গে অনেকের মনেই প্রশ্ন- কী খাবার তিনি খান?

জানা যায়, শাহরুখ খানের ফিট থাকার মূল রহস্য লুকিয়ে আছে তার খাদ্যাভ্যাসে। একেবারেই সরল, সাধারণ আর সুশৃঙ্খল খাওয়া-দাওয়ার মাধ্যমেই নিজেকে এভাবে ধরে রেখেছেন রোমান্সের কিং।

sharuk khan 1

২০১৬ সালে আরজে দেবাঙ্গনার একটি সাক্ষাৎকারে ‘জওয়ান’ তারকা নিজের ডায়েট নিয়ে অকপটে বলেছিলেন, ‘আমি খুব সাধারণ ধরনের খাবার পছন্দ করি। দিনে মাত্র দুই বেলা খাই। দুপুর আর রাতের খাবার। এই দুই বেলার বাইরে আমি কিছুই খাই না।’

শাহরুখের খাবারের প্লেটে যা থাকে তার মধ্যে রয়েছে অত্যন্ত পুষ্টিকর স্প্রাউটস, গ্রিল চিকেন, ব্রকলি। মাঝে মাঝে অল্প পরিমাণ ডাল খান তিনি। শাহরুখের ভাষায়, ‘আমার পক্ষে ভারী বা জমকালো খাবার খাওয়া কঠিন। আমি খুব সাধারণ খাবার গ্রহণ করি।’

অনেকের কাছে এমন খাদ্যতালিকা একঘেয়ে লাগলেও শাহরুখ বরাবরই এতে অভ্যস্ত। কোনো প্রকার চমকপ্রদ সুপারফুড বা ডায়েট ট্রেন্ডে বিশ্বাসী নন তিনি। বরং বছরের পর বছর একই ধরনের সহজ খাবার খেয়ে নিজেকে ফিট রেখেছেন।

তবে কড়া নিয়মের মাঝেও তিনি রূঢ় নন। কোথাও দাওয়াতে গেলে বা প্লেনে ভ্রমণের সময় তিনি পরিবেশিত খাবার খেয়ে নেন খুশি মনে। শাহরুখ বলেন, ‘কারও বাসায় খেতে গেলে তারা যা দয়া করে দেন, তাই খাই। হোক সেটা বিরিয়ানি, রুটি, ঘি-তেলে তৈরি পরোটা বা এক গ্লাস লসসি।’

চিট ডে নেই? এই প্রশ্নের উত্তরে কিং খান বলেন, দিনে মাত্র দুবার খাওয়াটাই তার অভ্যাস হয়ে গেছে। তাই আলাদাভাবে চিট ডে’র প্রয়োজনও হয় না।

AA/AHA
আরও পড়ুন