ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

শাহরুখের কাছে কে সবচেয়ে আকর্ষণীয় নায়িকা

আপডেট : ১২ জুলাই ২০২৫, ০৮:৪৫ পিএম

শাহরুখ খান একাধিক অভিনেত্রীর সঙ্গে পর্দায় জুটি বেঁধেছেন। বলিউডে তার অন্য নাম রোম্যান্সের রাজা। তার হাত মেলে দাঁড়ানো মানেই লাখো ভক্তের হৃদয় গলে যাওয়া। তবে এত অভিনয়ের মাঝে কে সেই সহ-অভিনেত্রী যাকে শাহরুখ সবচেয়ে আকর্ষণীয় বলে মনে করেন?

সে আর কেউ নন, ‘জব তক হ্যায় জান’ সিনেমার সহশিল্পী ক্যাটরিনা কাইফ।

সম্প্রতি একটি পুরনো সাক্ষাৎকার আবার সামনে এসেছে। সেখানে বলিউড হাঙ্গামা'র ফারিদুনের সঙ্গে আড্ডায় শাহরুখ অকপটে বলেন, ‘ক্যাটরিনা হলো সেই সবকিছুর প্রতীক, যা কোমল। সে খুব সুন্দর। সত্যি বলতে, আমি তাকে আমার দেখা সবচেয়ে সুন্দর মানুষদের একজন মনে করি। তার হৃদয়টা খুবই কোমল। মাঝে মাঝে সে সিদ্ধান্ত নিতে দ্বিধায় পড়ে, কিন্তু সেটা এই কারণে না যে সে সিদ্ধান্তহীন, বরং সে সবার দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করে। অন্যের অনুভূতির মূল্যায়ন করে। এই কোমলতাটাই আমার খুব ভালো লাগে ক্যাটরিনার।’

শাহরুখ ও ক্যাটরিনার রসায়ন ‘জব তক হ্যায় জান’ সিনেমায় দর্শকদের মুগ্ধ করেছিল। অনেকেই এখনো সেই সিনেমা শুধুই এই জুটির রোমান্টিক রসায়নের জন্য দেখে থাকেন।

RK/Raj
আরও পড়ুন