ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মা হওয়ার ইঙ্গিতে আলোচনায় ক্যাটরিনা কাইফ

আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ১১:২১ এএম

দেখতে দেখতে প্রায় চার বছর হল। ২০২১ সালের ডিসেম্বরে ভিকি কৌশলকে বিয়ে করেছিলেন ক্যাটরিনা কাইফ। বিয়ের আসর ঘিরে ছিল কড়া নিরাপত্তা। এবার কি সন্তান জন্মের ক্ষেত্রেও একই ধরনের কড়াকড়ি বহাল রাখছেন ক্যাটরিনা?

গত প্রায় দুইবছর ধরে সিনেমার জগৎ থেকে দূরে ক্যাটরিনা। মাঝে মধ্যে বিভিন্ন অনুষ্ঠানে দেখা গিয়েছে তাকে। নয়তো দেখা গেছে তীর্থস্থানে। বিয়ের পর থেকে বার বার তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর উঠে এসে চর্চায়। কিন্তু সম্প্রতি সেই জল্পনা যেন আরও জোরদার হয়েছে। ২০২৫ এই নাকি আসছেন ভিকি-ক্যাটের

গত বছরও আম্বানী-পুত্রের বিয়ের সময়ে ক্যাটরিনার পোশাক ও হাঁটাচলা দেখে নেটাজেনদের মনে হয়েছিল, তিনি অন্তঃসত্ত্বা। গত কয়েক বছরে সামাজিক যোগাযোগমাধ্যম ও ফটোজার্নালিস্টদের থেকে দূরত্ব তৈরি করেছেন অভিনেত্রী। কিন্তু সম্প্রতি মুম্বাইয়ে একটি ফেরিঘাটে স্বামীর সঙ্গে ক্যাটরিনাকে দেখা যাওয়ার পর থেকেই জল্পনা দ্বিগুণ হয়। সেখানে নজর কাড়ে অভিনেত্রীর পোশাক। ক্যাটরিনা সে দিন পরেছিলেন সম্পূর্ণ সাদা রঙের কো-অর্ড সেট। এই পোশাক থেকেই অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা শুরু। ক্যাটরিনার পরনে ছিল সাদা ঢিলেঢালা শার্ট। শুধু তাই নয়, গাড়ি থেকে নেমে এসে কিছুটা ধীর গতিতেই হাঁটছিলেন ক্যাটরিনা। 

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টও ভাইরাল হয়, যেখানে ভিকি-ক্যাটরিনার ছবি দিয়ে লেখা, ‘‘আমরা দুই থেকে তিন হচ্ছি। নভেম্বরই সন্তান ভূমিষ্ঠ হবে।’’ 

এখন পর্যন্ত ভিকি বা ক্যাটরিনা কেউই এই পোস্টটি নিয়ে আপত্তি জানানি। আবার নিজেদের তরফ থেকে এটাকে জল্পনা বলে উড়িয়েও দেননি। দম্পতি এই মুহূর্তে একেবারেই চুপ। তবে কি কোনও চমক দিতে চাইছেন তারা?

সূত্র: আনন্দবাজার

RF/AHA
আরও পড়ুন