শুটিং সেটে আয়ুষ্মান-সারার ঝগড়া, মারধরের শিকার কলাকুশলীরা

আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ০২:৫৪ পিএম

প্রয়াগরাজে বলিউড সিনেমা ‘পতি পত্নী অউর ওহ ২’-এর শুটিং চলাকালে ঘটে গেলো চাঞ্চল্যকর এক ঘটনা। শুটিং স্পটে দেখা গেছে নায়ক আয়ুষ্মান খুরানা ও অভিনেত্রী সারা আলি খানের মধ্যে কথাকাটাকাটি, আর অন্যদিকে স্থানীয় দর্শকদের সঙ্গে সিনেমার কলাকুশলীদের হাতাহাতি ও মারামারি।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শুটিং দেখতে ভিড় করেন স্থানীয় মানুষজন। এই ভিড়ের মধ্যেই একপর্যায়ে নির্মাতা দলের কয়েকজনের সঙ্গে তাদের বাগবিতণ্ডা শুরু হয়। কথাকাটাকাটি গড়ায় হাতাহাতিতে। একজন কলাকুশলীর গলায় হাত দিয়ে ধাক্কা, চুল টানা ও মারধরের দৃশ্যও উঠে এসেছে ক্যামেরায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে হাজির হন পুলিশ ও স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি।

একই লোকেশন থেকে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে দেখা যায়, একটি গাড়িতে বসে থাকা আয়ুষ্মান খুরানা ও সারা আলি খানের মধ্যে তীব্র কথার লড়াই চলছে। আয়ুষ্মানকে রেগে গিয়ে সারাকে কিছু বলতেও দেখা যায়, যার পরিপ্রেক্ষিতে সারা গাড়ি থেকে নেমে চলে যান। যদিও এই ভিডিও নিয়ে দ্বিধা তৈরি হয়েছে-এটি কি বাস্তব ঝগড়া, নাকি সিনেমার শুটিংয়েরই অংশ।

২০১৯ সালে মুক্তি পাওয়া ‘পতি পত্নী অউর ওহ’-এর এই সিক্যুয়েলে আয়ুষ্মান ও সারার পাশাপাশি অভিনয় করছেন ওয়ামিকা গাব্বিও। তবে বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে পরিচালক বা প্রযোজনা দলের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

ঘটনার পর অনেকে প্রশ্ন তুলেছেন, রিয়েল লোকেশনে নিরাপত্তার ঘাটতি ও ব্যবস্থাপনার দুর্বলতা নিয়েও। বলিউডে এরকম ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করতে নির্মাতাদের আরও সচেতনতার প্রয়োজন বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা।

এই ঘটনা সিনেমার শুটিংয়ে সাময়িক বিঘ্ন ঘটালেও, দর্শকের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে সিনেমাটিকে ঘিরে-এই নাটকীয় বাস্তবতা আসলেই শুটিংয়ের অংশ ছিল কি না, তা সময়ই বলবে।

NB
আরও পড়ুন