জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট সম্প্রতি অনলাইনে নতুন একটি এআই ট্রেন্ডের অংশ নিয়ে তার শৈশবের আবেগঘন মুহূর্ত সবার সঙ্গে শেয়ার করেছেন। গুগল জেমিনির নতুন এই এআই ট্রেন্ডে আলিয়া নিজের ছোটবেলার আলিয়াকে আলিঙ্গন করছেন।

এনডিটিভি জানিয়েছে, আলিয়া এই ট্রেন্ডে প্রথম অভিনেত্রী হিসেবে অংশ নিয়েছেন। একটি ফ্যান পেজে শেয়ার করা ছবিতে দেখা গেছে, বর্তমান আলিয়া তার আট বছরের শৈশবের আলিয়াকে নরমভাবে জড়িয়ে ধরছেন। ছবির ক্যাপশনে লেখা, আমার ছোটবেলার আলিয়া এখনকার আমিকে নিয়ে ভীষণ গর্বিত হতো।
আলিয়া নিজেও ছবিটি তার ইনস্টাগ্রাম স্টোরিতে পুনরায় শেয়ার করে লিখেছেন, কখনো কখনো আমাদের শুধু আমাদের আট বছরের ভেতরকার শিশুটিকে জড়িয়ে ধরা দরকার। ধন্যবাদ এই ছবিটির জন্য। ছবির ব্যাকগ্রাউন্ডে টেলার্সের গান ‘দ্যা ওয়ে আই লাভড ইউ’ ব্যবহার করা হয়েছে, যা মুহূর্তটিকে আরও আবেগময় করেছে।

এ সময় আলিয়া বর্তমানে তার নতুন সিনেমা ‘আলফা’-র প্রস্তুতিতে ব্যস্ত, যা চলতি বছরের ২৫ ডিসেম্বর মুক্তি পাবে। এছাড়া সঞ্জয় লীলা বনশালির পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমাতেও তাকে দেখা যাবে, যেখানে তিনি ভিকি কৌশল এবং রণবীর কাপুর-এর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন।
অস্কারজয়ী অভিনেতা রবার্ট রেডফোর্ডের মৃত্যু