দুর্ঘটনায় আহত অ্যাঞ্জেলিনা জোলি-ব্র্যাড পিটের ছেলে

আপডেট : ০১ আগস্ট ২০২৪, ১২:১৬ পিএম

হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিটের পরিবারে শোকের ছায়া। বাইক দুর্ঘটনায় গুরতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন তাদের সন্তান প্যাক্স জোলি-পিট। ইয়নের প্রতিবেদন থেকে জানা যায় প্যাক্স লস অ্যাঞ্জেলেসে একটি বৈদ্যুতিক বাইক দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পান। সোমবার (২৯ জুলাই) এ দুর্ঘটনার শিকার হন প্যাক্স। 

পিপল ডটকমের প্রতিবেদনে জানা যায়, লস অ্যাঞ্জেলেসে প্যাক্সের বৈদ্যুতিক বাইকের সঙ্গে একটি গাড়ির সংঘর্ষ হয়েছে।

হেলমেট ছাড়াই বাইকটি চালাচ্ছিলেন প্যাক্স। একটি রাস্তার মোড় ঘোরার সময় অন্য একটি গাড়ির পেছনে ধাক্কা দেয় প্যাক্সের বাইক। যার ফলে দুর্ঘটনার শিকার হন প্যাক্স। এই দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পেয়েছেন প্যাক্স।

বর্তমানে প্যাক্সের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে। তাকে হাসপাতালেই রাখা হয়েছে। 

প্যাক্স হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিটের ছয় সন্তানের একজন। এই সাবেক দম্পতির অন্য সন্তানরা হলেন- ম্যাডক্স (২২), জাহারা (১৯), শিলো (১৭) এবং যমজ নক্স ও ভিভিয়েন (১৫)।

গত ১২ জুলাই মায়ের সঙ্গে একটি ডিনারে দেখা গিয়েছিল প্যাক্সকে। পশ্চিম হলিউডের সেলিব্রিটি হটস্পট সুশি পার্কে মা ও ছেলে পাপারাৎসিদের ক্যামেরায় বন্দি হন।

SM/FI