ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

অস্কারে গান গাইবেন কে-পপ তারকা লিসা

পোস্টটিতে বলা হয়েছে, তিনজন বিশ্বখ্যাত তারকা আর এক মহাকাব্যিক অস্কারের মুহূর্ত। এবার ডোজা ক্যাট, ব্ল্যাকপিঙ্কের লিসা ও রে একসঙ্গে মঞ্চ মাতাতে চলেছেন এই জমকালো উদযাপনে।

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৩ এএম

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় গার্ল ব্যান্ড ব্ল্যাকপিংকের অন্যতম সদস্য লিসা প্রথমবার অস্কার অনুষ্ঠানে গান গেয়ে মঞ্চ মাতাবেন। আর এর মধ্যে দিয়ে তিনি হতে যাচ্ছেন প্রথম কোরিয়ান শিল্পী, যিনি ২০২৫ সালের ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসে পারফর্ম করবেন।

অস্কারের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেইজে এ ঘোষণা দেয়া হয়। 

পোস্টটিতে বলা হয়েছে, তিনজন বিশ্বখ্যাত তারকা আর এক মহাকাব্যিক অস্কারের মুহূর্ত। এবার ডোজা ক্যাট, ব্ল্যাকপিঙ্কের লিসা ও রে একসঙ্গে মঞ্চ মাতাতে চলেছেন এই জমকালো উদযাপনে।

ছবি: সংগৃহীত

কোরিয়া টাইমস জানিয়েছে, এই তিন তারকা তাদের নতুন গান ‘বর্ন অ্যাগেইন’ মঞ্চে পরিবেশন করবেন, যা তাদের প্রথম যৌথ কাজ। এ ছাড়া জনপ্রিয় গায়িকা আরিয়ানা গ্র্যান্ডে ও ব্রডওয়ে তারকা সিন্থিয়া এরিভোও ওই রাতে পারফর্ম করবেন।

এদিকে শোনা যাচ্ছে লিসা ‘হোয়াইট লোটাস’ সিরিজের তৃতীয় সিজনের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আগামী ২ মার্চ লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে মর্যাদাপূর্ণ অস্কার অনুষ্ঠিত হবে।

RA
আরও পড়ুন