ঢাকা
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

'ব্রিটেন'স গট ট্যালেন্ট' তারকা ডেভ বেটন আর নেই

আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ০৬:০৪ পিএম

ব্রিটেন'স গট ট্যালেন্ট প্রতিযোগিতায় অংশ নেওয়া জনপ্রিয় গায়ক ডেভ বেটন মাত্র কয়েকদিনের অসুস্থতার পর সেপসিসে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

তার ছেলে ডিন বেটন এক হৃদয়বিদারক বিবৃতিতে জানান, বুধবার (৮ অক্টোবর) ভোরে প্রিয়জনদের পরিবেষ্টিত অবস্থায় বাবা আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি যেখানে যেতেন, সেখানেই আলো ছড়িয়ে দিতেন। সবাই তাকে সহজেই ভালোবেসে ফেলত।

ডেভ বেটন ২০২০ সালের ব্রিটেন'স গট ট্যালেন্ট প্রতিযোগিতায় ছেলে ডিনের সঙ্গে অংশ নিয়ে সবার মন জয় করে নেন। তাদের যুগল পারফর্ম্যান্স- ফ্র্যাঙ্ক সিনাত্রার ‘That's Life’ গান- দর্শক ও বিচারকদের দাঁড়িয়ে করতালি এনে দিয়েছিল।

প্রধান বিচারক সাইমন কাওয়েল বলেছিলেন, তোমরা আমার দিনটাকে সুন্দর করে তুলেছো। ঠিক যেমন হট চকলেট প্রয়োজন হয় মন ভালো করতে-তেমনই ছিলে তোমরা।

এদিকে তার পরিবার জানিয়েছে, আগামী সোমবার (২৭ অক্টোবর) তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। 

ডেভের পুত্র ডিন বলেন, তোমাকে সবসময় ভালোবাসি, বাবা। মা নিশ্চয়ই তোমার জন্য অপেক্ষা করছেন। পরিবারের সবাই তোমাকে খুব মিস করবে।

ডেভ ছিলেন একজন সুপরিচিত ক্লাব গায়ক। তিনি অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকায় সফরও করেছেন। পরে তার ছেলে ডিন সঙ্গীতজগতে নিজের অবস্থান গড়ে তোলেন, বিশেষ করে রবি উইলিয়ামসের গানে শ্রদ্ধাঞ্জলি পরিবেশনের জন্য।

LH/FJ
আরও পড়ুন