ঢাকা
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

প্রেমিককে বিয়ে করলেন মাইলি সাইরাস

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৮:১৮ পিএম

প্রেমিক ম্যাক্স মোরান্ডোর সঙ্গে বাগদান সেরেছেন গ্র্যামিজয়ী সংগীত তারকা মাইলি সাইরাস। মার্কিন গণমাধ্যম এবিসি নিউজের একটি শোয়ে মুক্তি প্রতীক্ষিত ছবি ‘অ্যাভেটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ নিয়ে সাক্ষাৎকার দেওয়ার সময় বিষয়টি নিশ্চিত করেন গায়িকা। জেমস ক্যামেরনের আসন্ন চলচ্চিত্রে সাইরাস গেয়েছেন ‘ড্রিম অ্যাজ ওয়ান’ শিরোনামের একটি গান। এর লিরিক্স ও প্রযোজনাতেও যুক্ত রয়েছেন তিনি।

সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাতে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ প্রিমিয়ারে প্রেমিকের সঙ্গে ফ্রেমবন্দি হওয়ার সময় অনামিকায় ‘বাগদানের আংটি’ নজর কাড়ে অনুরাগীদের। তারপরই মূলত বাগদানের গুঞ্জন ছড়িয়ে পড়ে। এমনকি ছবি তোলার পোজ দেওয়ার মুহূর্তেও এই তারকা যুগলের মুখে হাসি ফুটে উঠেছিল।

অবশেষে সেই চমকপ্রদ গুঞ্জনই সত্যি হয়, সুখবরটি গায়িকা নিজেই জানান। পিপল ম্যাগাজিনের মতে, ‘লিলি’ ব্যান্ডের ভোকালিস্ট মোরান্ডোর সঙ্গে ২০২১ সাল থেকে প্রেমের সম্পর্কে রয়েছেন সাইরাস। সেই বছর হলিউডের একটি অনুষ্ঠানে তাঁরা হাত ধরে পোজ দিয়েছিলেন। আর ছবিটি প্রকাশ্যে আসতেই প্রেমের গুঞ্জন রটেছিল।

এছাড়া ২০২৩ সালে সাইরাস যখন তাঁর নতুন অ্যালবাম ‘এন্ডলেস সামার ভ্যাকেশন’ প্রকাশ করেন, তখনও মোরান্ডো সেটি ইনস্টাগ্রামে শেয়ার করেন। একই বছর ব্রিটিশ ম্যাগাজিন ভোগকে দেওয়া এক সাক্ষাৎকারে মোরান্ডোর সঙ্গে প্রেমের বিষয়টি স্বীকার করেন সাইরাস। এবার জীবনের পথে আরও একধাপ এগিয়ে গেলেন তাঁরা।

এদিকে, আগামী ১৯ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে ‘অ্যাভেটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। এটি ‘অ্যাভেটার’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি এবং ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘অ্যাভেটার: ওয়ে অব ওয়াটার’-এর সিক্যুয়েল।

LH/FJ
আরও পড়ুন