২০২৫ সালটি ব্যক্তিগত জীবনে বেশ চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে পার করেছেন দক্ষিণ ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। দীর্ঘদিনের প্রেম ভেঙেছে, সইতে হয়েছে বিচ্ছেদের যন্ত্রণা।
তবে ব্যক্তিজীবনের সেই ক্ষত ক্যারিয়ারে প্রভাব ফেলতে দেননি বরং ‘আজ কি রাত’, ‘কাভাল্লা’ কিংবা ‘তুফান’-এর তালে নিজের রাজত্ব আরও পাকাপোক্ত করেছেন।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ২০২৬ সালেও তামান্নার হাতে রয়েছে একগুচ্ছ কাজ। তবে নতুন বছরে তামান্না খবরের শিরোনামে এসেছেন তার আকাশচুম্বী পারিশ্রমিকের কারণে। তামান্না এখন আর দিন বা সিনেমা চুক্তিতে নয়, বরং কাজ করছেন ‘মিনিট’ ধরে।
আর সেই প্রতি মিনিটের পারিশ্রমিক শুনলে চোখ কপালে উঠবে যে কারও। সম্প্রতি গোয়ায় আয়োজিত একটি হাই-প্রোফাইল অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন তামান্না। সেখানে আরও অনেক নামী দামী তারকা উপস্থিত থাকলেও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন তামান্নাই।
সেই অনুষ্ঠানে মাত্র ৬ মিনিটের একটি নাচের পারফরম্যান্সের জন্য এই অভিনেত্রী দাবি করেছিলেন ৬ কোটি টাকা! অর্থাৎ, মঞ্চে প্রতি এক মিনিটের জন্য ১ কোটি টাকা পকেটে পুরেছেন তিনি।
অনুষ্ঠানের টিকিটের দাম চড়া হওয়া সত্ত্বেও তামান্নার জনপ্রিয়তার কারণে কোনো টিকিটই অবিক্রিত ছিল না। মঞ্চে তার উপস্থিতিতেই দর্শকদের উন্মাদনা কয়েকগুণ বেড়ে গিয়েছিল। বলিউডের বর্তমান সময়ে আর কোনো অভিনেত্রী মঞ্চে পারফর্ম করার জন্য এত বিপুল পরিমাণ অর্থ পান কি না, তা নিয়ে শুরু হয়েছে জোর গুঞ্জন।
অনেকেই বলছেন, পেশাদার জীবনে তামান্না এখন ক্যারিয়ারের তুঙ্গে রয়েছেন। একের পর এক আইটেম সং এবং ওয়েব সিরিজে তার সাফল্যই তাকে এমন চড়া দর হাঁকানোর সাহস জোগাচ্ছে। বিচ্ছেদের বিষাদ ভুলে তামান্না এখন কেবল নিজের কাজ আর নতুন উচ্চতা ছোঁয়ার নেশায় বুঁদ হয়ে আছেন।
জাতীয় পার্টিসহ ‘স্বৈরাচারের দোসরদের’ মনোনয়ন বাতিল চেয়ে হাইকোর্টে রিট