গোসলের পরে কোনো অঙ্গ শুকনো থাকলে করণীয়

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ০৩:৩৪ এএম

ফরজ গোসলের সময় সারা শরীরে পানি ঢালতে হয়। যেন কোনো অঙ্গ যেন সামান্যও শুকনা না থাকে। সামান্য স্থান শুকনো থাকলেও পূর্ণাঙ্গ গোসল হয় না। আর পূর্ণাঙ্গ গোসল না হলে সে পবিত্রও হবে না।

সুতরাং ফরজ গোসলের শেষে কোনো উপায়ে যদি জানা যায় যে, শরীরের কোনো অঙ্গের কোথাও শুকনো রয়ে গেছে; তা হলে শুধু শুকনো জায়গা পানি দিয়ে ধুয়ে নিলেই হবে। নতুন করে গোসল করতে হবে না।

আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.)-এর সূত্রে বর্ণিত এক হাদিসে এসেছে, এক ব্যক্তি নবী কারিম (সা.)-এর নিকট এসে জিজ্ঞাসা করল যে, কেউ ফরজ গোসল করেছে, কিন্তু তার কোনো একটি অঙ্গে পানি পৌঁছেনি। (এখন তার করণীয় কী?) রাসুল (সা.) বললেন, সে ওই অঙ্গটি ধুয়ে নিয়ে নামাজ পড়বে। (আল-মুজামুল কাবির, তবারানি : ১০/২৩১)

 

আরও পড়ুন