বিশ্ববাজারে কমেছে সোনার দাম 

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ০১:৪৭ এএম

শক্তিশালী মার্কিন ডলার এবং যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা সম্পর্কের সাম্প্রতিক অগ্রগতির প্রভাবে বিশ্ববাজারে সোনার দাম বড় পতনের মুখে পড়েছে। বুধবার (৭ জানুয়ারি) স্পট গোল্ড বা আন্তর্জাতিক বাজারে তাৎক্ষণিক সোনার দাম ০.৮ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ৪৬১.৫১ ডলারে নেমে আসে। এর আগে গত ২৬ ডিসেম্বর সোনার দাম রেকর্ড ৪ হাজার ৫৪৯.৭১ ডলারে পৌঁছেছিল।

বাজার বিশ্লেষকদের মতে, নতুন বছরের শুরুতে বিনিয়োগকারীরা মুনাফা তুলে নিচ্ছেন। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় আটকে থাকা ৫ কোটি ব্যারেল তেল পরিশোধন ও বিক্রির পরিকল্পনার কথা জানানোর পর বাজারে অস্থিরতা তৈরি হয়। এতে ওয়াশিংটন ও ভেনেজুয়েলা সরকারের মধ্যে সমন্বয়ের ইঙ্গিত পাওয়ায় নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার আবেদন কিছুটা কমেছে।

একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে ডলার দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ অবস্থানে থাকায় ডলারে লেনদেন হওয়া স্বর্ণসহ অন্যান্য মূল্যবান ধাতুর ক্রয়মূল্য বেড়ে গেছে। অন্যান্য ধাতুর মধ্যে রুপার দাম ২.৩ শতাংশ কমে আউন্সপ্রতি ৭৯.৪০ ডলারে দাঁড়িয়েছে। এছাড়া প্লাটিনাম ৬ শতাংশ এবং প্যালাডিয়াম ৪.৫ শতাংশ কমেছে।

বর্তমানে বাংলাদেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ২১ ক্যারেট ২ লাখ ১৭ হাজার ৫৩৪ টাকা এবং ১৮ ক্যারেট ১ লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকায় নির্ধারিত রয়েছে।

DR/FJ
আরও পড়ুন