ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চিকিৎসা অনুষদের নতুন ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. নাদিম আহমেদ। তিনি ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) সার্জারি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত।
সোমবার (১৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান তাকে এই পদে নিয়োগ দেন। তিনি বিদায়ী ডিন অধ্যাপক ডা. মোস্তাক আহমেদের স্থলাভিষিক্ত হলেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ ১৯৭৩-এর প্রথম সংবিধির ১৭(২) ধারার বিধান অনুযায়ী উপাচার্য এই নিয়োগ প্রদান করেছেন। অধ্যাপক ডা. নাদিম আহমেদের অধীনেই এখন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৫৪টি সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের বিভিন্ন প্রফেশনাল পরীক্ষা ও ফলাফল প্রকাশের কার্যক্রম পরিচালিত হবে।
নিয়োগ পাওয়ার পর সোমবার রাতেই অধ্যাপক ডা. নাদিম আহমেদ উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তিনি চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন ও প্রশাসনিক গতিশীলতা রক্ষায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ শিগগিরই
