বিনোদন ডেস্ক: সাত পর্বের ধারাবাহিক নাটক ‘হাবুর স্কলারশিপ’ গত ঈদুল ফিতর এবং ঈদুল আযহায় অভাবনীয় সাফল্যের মুখ দেখেছে। নাটক দু’টি, দুই ঈদেই ইউটিউবে প্রথম হয় এবং দর্শকদের মধ্যে বেশ আগ্রহ তৈরি করে। এবার মঙ্গলবার (২৮ নভেম্বর) থেকে ফের নতুন করে শুরু হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘হাবুর স্কলারশিপ’।
আহসান আলমগীরের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন আল হাজেন। রাশেদ সীমান্ত ছাড়াও গত দুই সিজনে অভিনয় করেন, তানজিকা আমিন, অলিউল হক রুমি, শফিক খান দিলু, হায়দার আলী, সাইকা আহমেদসহ অনেকে।
ইতিপূর্বে নাটক দুটি বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ায় চিত্রায়িত হয়। তখন নাটকের গল্পে দেখা যায় গ্রামের অত্যন্ত সহজ সরল একটি ছেলে হাবু স্কলারশিপ পেয়ে অস্ট্রেলিয়ায় পড়ালেখা করতে যায়। সেই বিশ্ববিদ্যালয়ে পূর্বের সকল রেকর্ড ভেঙে ফার্স্ট হয় হাবু। সে সময় হাবুকে অফার করে সে যেন অস্ট্রেলিায় থেকে ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি মেম্বার হিসেবে জয়েন করেন।কিন্তু হাবু জানায় সে তার মেধা তার দেশের জন্যই কাজে লাগাতে চায়। সবকিছু উপেক্ষা করে হাবু দেশে ফিরে আসেন। আগের পর্বগুলো এভাবেই শেষ হয়। এরপর জানতে আজ থেকে চোখ রাখুন পর্দায়।
এবার ধারাবাহিকটিতে নতুন করে যুক্ত হয়েছেন অহনা রহমান, মৌসুমী হামিদ, নীলা ইসলামসহ একঝাঁক তারকা। প্রতি মঙ্গল, বুধ, বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটে নাটকটি একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত হবে।
