ঢাকা
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ভেন্যু জটিলতায় কাবিশের কনসার্ট স্থগিত

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫, ১০:৩৮ এএম

ভেন্যু-সংক্রান্ত জটিলতা এবং দেশের সামগ্রিক পরিস্থিতির কারণে শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে জনপ্রিয় পাকিস্তানি ব্যান্ড কাবিশ।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) আয়োজক প্রতিষ্ঠান প্রাইম ওয়েভ কমিউনিকেশন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। 

বৃহস্পতিবার রাতে প্রাইম ওয়েভ কমিউনিকেশন ফেসবুকে জানিয়েছেন, কাভিশ গতরাতে ঢাকায় পৌঁছেছেন। এর একটাই কারণ- আমরা যেকোনো মূল্যে এই শোটি সফলভাবে সম্পন্ন করতে চেয়েছিলাম। দেশের সামগ্রিক পরিস্থিতি এবং অস্থিরতা বিবেচনা করে, প্রস্তুতি, ভেন্যু, কাগজপত্র, শিল্পী পারিশ্রমিক এবং পারমিট-সংক্রান্ত সব জটিলতা কাটিয়ে ওঠার পর আমাদেরকে পরামর্শ দেওয়া হয়েছে যে দেশের অশান্ত পরিস্থিতি বিষয়ক সংবেদনশীল কারণের জন্য ‘ওয়েভফেস্ট সিজন ০১’ স্থগিত করা হয়েছে। আমরা শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি হৃদয় থেকে এই ইভেন্টটি সম্পন্ন করতে, কিন্তু বর্তমান পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে। 

প্রতিষ্ঠানটি ফেসবুকে আরও জানায়, ইভেন্টটি স্থগিত করা হয়েছে, বাতিল নয়। তাই দয়া করে মন খারাপ করবেন না। এই অনিবার্য পরিস্থিতির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আপনাদের জানাতে চাই, কাভিশ নিজেও আপনাদের উদ্দেশে একটি ভিডিও বার্তা দিয়েছেন। আরও একবার, সকল অসুবিধার জন্য আন্তরিক ক্ষমা প্রার্থনা করছি। রিফান্ড নীতিমালা খুব শিগগিরই জানিয়ে দেওয়া হবে।

এরআগে, বৃহস্পতিবার ভোরে ঢাকায় পৌঁছায় ব্যান্ডটি। ফেসবুক পোস্টে খবরটি জানিয়েছে, আয়োজক প্রতিষ্ঠান প্রাইম ওয়েভ কমিউনিকেশন।

বিমানবন্দর থেকে ব্যান্ডের একটি ছবি পোস্ট করে আয়োজক প্রতিষ্ঠান লিখেছে, ‘ওয়েভ ফেস্ট সিজন ১-এ অংশ নিতে নিরাপদে ঢাকায় পৌঁছেছে কাবিশ।’

শুক্রবার (৫ ডিসেম্বর) ঢাকার মাদানি অ্যাভিনিউয়ের কোর্টসাইডে এই কনসার্ট হওয়ার কথা ছিল। কাবিশের সঙ্গে বাংলাদেশের ব্যান্ড ‘শিরোনামহীন’, ‘মেঘদল’সহ আরও কয়েকজন শিল্পীও অংশ নেয়ার কথাও জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান।

প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারিতে ‘ঢাকা ড্রিমস’ কনসার্টে গাইতে ঢাকায় এসেছিল ‘কাবিশ’। ‘বাচপান’, ‘তেরে পেয়ার মে’-এর মতো গানে পাকিস্তানের গণ্ডি পেরিয়ে ভারত, বাংলাদেশের শ্রোতাদের কাছেও পরিচিতি রয়েছে ব্যান্ডটির। ১৯৯৮ সালে জাফর জাইদি ও মাজ মওদুদ মিলে গঠন করেন সেমি ক্ল্যাসিক্যাল ব্যান্ড ‘কাবিশ’।

NB
আরও পড়ুন