ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সন্তান সঙ্গে নিয়ে মেহজাবীনের প্রত্যাবর্তন!

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ০১:৪৭ পিএম

নিজেকে সময় দিতে খানিকটা বিরতি নিয়ে ফের পর্দায় ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এবার আর একা নয়, জননী হয়ে সন্তান সঙ্গে নিয়েই ক্যামেরায় তার এই প্রত্যাবর্তন। ব্যাপারটা সত্য হলেও সেটি ঘটেছে ‘অনন্যা’ শিরোনামের একটি নাটকের মধ্য দিয়ে। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবিন। নাটকে তুলে ধরা হয়েছে  শিশুসন্তান নিয়ে একজন নারীর সংগ্রামের গল্প।

mehzabin

নাটকটি পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তার বেশ কিছু নির্মাণে দেখা গেছে মেহজাবীন চৌধুরীকে। সর্বশেষ ২০২২ সালে ‘কাজল’ নাটকে একসঙ্গে কাজ করেন তারা।

নতুন নাটক প্রসঙ্গে মেহজাবীন চৌধুরী বলেন, ‘নাটকে এখন খুব একটা কাজ করছি না। দারুণ একটি গল্প ও চরিত্র পাওয়ায় অনেকদিন পর ক্যামেরার সামনে ফিরলাম। আর যেসব নির্মাতার ওপর আমার আস্থা আছে তাদেরই একজন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। দর্শকদের যদি আমাদের নতুন কাজটি ভালো লাগে তাহলে পরিশ্রম সার্থক হবে।’

mehzabin 3

‘অনন্যা’য় মেহজাবীনের প্রধান দুই সহশিল্পী শাশ্বত দত্ত ও ডলি জহুর। নাটকটির চিত্রনাট্য লিখেছেন জাহান সুলতানা। তার সঙ্গে মিলে এটি রচনা করেছেন জাকারিয়া নেওয়াজ। চিত্রগ্রহণে রাজু রাজ।

এদিকে আইস্ক্রিনেই গত ১৬ নভেম্বর মুক্তি পেয়েছে মেহজাবীনের নতুন ওয়েব ফিল্ম ‘নীল জলের কাব্য’। শিহাব শাহীনের পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন আফরান নিশো।

SN
আরও পড়ুন