ছোট পর্দায় কাজ কমিয়ে দিয়েছেন জিয়াউল ফারুক অপূর্ব। বর্তমানে নতুন চলচ্চিত্রের জন্য প্রস্তুতি ও ওয়েবের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন জনপ্রিয় এই অভিনেতা।
সম্প্রতি অপূর্ব অভিনীত নাটক ‘পথে হলো দেরি’র টিজার মুক্তি পেয়েছে। এটি নির্মাণ করেছেন জাকারিয়া সৌখিন। নাটকটির টিজারে উত্তাল সাগরে বেশ সাহসিকতার সঙ্গে কাজ করতে দেখা গেছে এই অভিনেতাকে। টিজারে রীতিমতো নেটিজেনদের নজর কেড়েছেন অপূর্ব।
সম্প্রতি দেশের এক গণমাধ্যমে নাটকটি প্রসঙ্গে অপূর্ব বলেন, ক্যারিয়ারে অনেক রিস্কি কাজেই শর্ট নেওয়ার কারণে নতুন করে ভয় পাওয়া আসলে তেমন কিছু ছিল না। টিজারে যে দৃশ্যটি দেখা গেছে সেটি গল্পের প্রয়োজনেই করা।
প্রসঙ্গত, সম্প্রতি কলকাতায় ‘চালচিত্র’ নামের একটি সিনেমায় অভিনয় করেছেন অপূর্ব। এছাড়া আরও কয়েকটি কাজের বিষয়ে কথা হয়েছে তার। তবে এখনই সেটা খোলাসা করতে চান না তিনি। সবকিছু চূড়ান্ত হওয়ার পরই ঘোষণা দেবেন অপূর্ব। তবে সামনে দর্শকদের চমকে দেওয়ার মতো অনেক কিছুই আছে বলে জানান তিনি।
