ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

নতুন করে সানা-শোয়েবের পুরনো ভিডিও ভাইরাল

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ০৫:০৯ পিএম

ভারতীয় সাবেক টেনিস খেলোয়াড় সানিয়া মির্জার সাথে বিচ্ছেদের গুঞ্জনের মধ্যে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেছেন ক্রিকেটার শোয়েব মালিক। নিজের তৃতীয় বিয়ের পর থেকেই সমালোচনার শিকার হচ্ছেন শোয়েব। এবার একটি পুরনো ভিডিও প্রকাশ্যে এসেছে। ভিডিওতে একটি টিভি অনুষ্ঠানে সানা এবং শোয়েবকে একে অপরের উদ্দেশে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতে দেখা গেছে।

ছবি: সানিয়া মির্জা, শোয়েব মালিক ও সানা জাভেদ

ভিডিওটি ২০২১ সালের। সম্প্রতি নেটদুনিয়ায় ভিডিওটি আবার ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, সানা এবং শোয়েব একে অপরের প্রতি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করছেন। দুজনের প্রেমের বহিঃপ্রকাশ ওই ভিডিওতে স্পষ্ট। সেই সময় শোয়েব যেমন সানিয়ার স্বামী হিসাবে ছিলেন। তেমনি সানাও বিবাহিতা ছিলেন।

ছবি: সানিয়া মির্জা-শোয়েব মালিক

সানার জীবনে শোয়েব মালিক দ্বিতীয় স্বামী। এর আগে উমর জসওয়াল নামে পাকস্তানি সঙ্গীতশিল্পীর সঙ্গে প্রথম সংসার করেছিলেন সানা জাভেদ। ২০২০ সালের অক্টোবরে সানা জাভেদের সঙ্গে উমরের বিয়ে হয়। কিন্তু সেই বিয়ে ঠিকেনি। তিন বছরের মাথায় সানা জাভেদের বিয়ে ডিভোর্সে গড়ায়। ২০২৩ সালে বিয়ে ভাঙে সানা জাভেদ ও উমর জসওয়ালের।

ছবি: সানা জাভেদ-শোয়েব মালিক

গত বছর তাদের বিয়ে ভাঙার খবর নিয়ে কম চর্চা হয়নি। ওই একই সময়ে পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে সানা জাভেদের প্রেমের গুঞ্জন শুরু হয়। ওই একই সময়ে শোয়েব মালিকের সঙ্গে সানিয়া মির্জার বিবাহ বিচ্ছেদের জল্পনা শোনা যাচ্ছিল। যদিও তাদের ডিভোর্সের খবরে কেউই এখনও পর্যন্ত অফিশিয়ালি সিলমোহর বসাননি।

 

AS/SA
আরও পড়ুন