ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বিয়ে কঠিন, ডিভোর্সও কঠিন : সানিয়া মির্জা

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ০৯:২৩ এএম

২০১০ সালে প্রেমের টানে পাক ক্রিকেটার শোয়েব মালিককে বিয়ে করেছিলেন ভারতের টেনিস সুন্দরী সানিয়া মির্জা। তাদের ভালোবাসার গল্পে বাধা হয়নি সীমান্তের বেড়াজাল। ছেলে ইজহানকে নিয়ে সুখী দাম্পত্যে নাকি অভিশাপ হয়ে আসে শোয়েবের পরকীয়া! ছেলের সঙ্গে ভ্রমণ বা জন্মদিনে তাদের আর একসঙ্গে দেখা মেলে না।

সামাজিক মাধ্যমে থেকে শোয়েবের স্মৃতি মুছে ফেলা দেখে অনেকের ধারণা বিচ্ছেদের খবরে সিলমোহর দিয়েই দিলেন সানিয়া। একটি উদ্ধৃতি এদিন শেয়ার করেন সানিয়া। তাতে লেখা রয়েছে- ‘বিয়ে কঠিন, ডিভোর্সও কঠিন। নিজের জন্য কোন কঠিনটা বাছবেন, সেটা আপনার সিদ্ধান্ত…, ঋণগ্রস্ত থাকা কঠিন, স্বনির্ভর হওয়াটাও কঠিন। নিজের মতো কঠিনটা বাছুন… আসলে জীবনে কোনো কিছুই সহজ নয়। সবটাই কঠিন। কিন্তু আমরা কোন কঠিনটা বাছব, সেটা আমাদের ব্যাপার। ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন’।

গত বছরের অগস্টে নিজের ইনস্টাগ্রাম বায়ো থেকে ‘সানিয়ার স্বামী’ পরিচয় মুছে ফেলেন শোয়েব। সেখানে লেখা থাকত ‘সুপারওম্যান সানিয়া মির্জার বর’। বর্তমানে তা বদলে শোয়েব ‘স্বামী’র থেকে বেশি গুরুত্ব দিয়েছেন পিতৃত্বকে।

FI
আরও পড়ুন