বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আসন্ন। ২০২৪-২৬ মেয়াদে এই নির্বাচন আগামী ১৯ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখন পর্যন্ত কেউ পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা না করলেও মিশা সওদাগর ও ডিপজল মিলে একটি প্যানেল তৈরির ঘোষণা দিয়েছেন। সেখানে সভাপতি মিশা সওদাগর, সম্পাদক ডিপজল। ২১ সদস্য পদের নির্বাচনে এখন পর্যন্ত দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করার খবর পাওয়া গেছে।
এদিকে ইলিয়াস কাঞ্চন এই নির্বাচনে প্রার্থী হচ্ছেন না বলে জানিয়ে দিয়েছেন। এরপর থেকেই শোনা যাচ্ছিল, নিপুণ সভাপতি ও মামুনুন ইমনকে সাধারণ সম্পাদক করে একটি প্যানেল দেবেন তারা।
তবে সভাপতি পদে নির্বাচনের বিষয়টি উড়িয়ে দিয়েছেন নিপুণ। সোমবার (২৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে তিনি বলেন, এটি পুরোপুরি গুজব। আমি সাধারণ সম্পাদকের পদেই লড়ব। নির্বাচনে তাদের প্যানেল থেকে সভাপতি পদে কে দাঁড়াচ্ছেন, জানতে চাইলে এই নায়িকা বলেন, এখনও বলার সময় আসেনি। আমাদের বেশ কয়েকজন সিনিয়র শিল্পী সমন্বয় করে সিদ্ধান্ত নেবেন। তারাই বিষয়টি দেখছেন।
নিপুণ আরও জানান, তারা এখনও পূর্ণাঙ্গ প্যানেল নিয়ে ভাবেননি। আগামী ২ মার্চ সমিতির পিকনিক শেষ হলে নির্বাচনের প্যানেলের দিকে মনোযোগ দেবেন বলে জানান তিনি। যদি এমনটাই হয় তাহলে ডিপজল নিপুণ হচ্ছেন পরস্পর প্রতিদ্বন্দ্বী।
